Bangla News Dunia , জ্যোতিষ ভারতী শ্রী নিলাদ্রী মিশ্র :- জীবনে আর্থিক উন্নতি সকলেই চায়। কিন্তু জীবনে আর্থিক উন্নতির জন্য প্রয়োজন কঠোর পরিশ্রমের ও তার সাথে সঠিক পরিকল্পনা ও বুদ্ধির। কিন্তু প্রচুর মানুষ আছেন যারা নিজের জীবনে এই সকল কাজ করেও আর্থিক উন্নতি লাভ করতে পারেন না। তবে এই আর্থিক উন্নতি লাভ করতে না পাড়ার পিছনে বিভিন্ন কারণ থাকতে পারে। আর তার জন্য সবার আগে নিজের বাড়িকে সঠিক করা প্রয়োজন।
প্রতিটি মানুষের বাড়ি তৈরির সময় হোক বা সাজানোর সময় , অবশ্যই খেয়াল রাখা দরকার বাস্তুর কিছু নিয়মের পালনের বিষয়ে। বাস্তুর নিয়ম পালন না করে বাড়ি তৈরি করলে জীবনে সৃষ্টি হতে পারে নানা সমস্যা। বাড়ির প্রতিটি কোণ বাস্তু অনুযায়ী করলে খুবই শুভ ফল পাওয়া যায়। বাস্তু শাস্ত্র অনুযায়ী বাড়ির বা ঘরের প্রত্যেক কোনের এক একজন অধিপতি দেবতা রয়েছেন। খুব ভাল করে খেয়াল রাখতে হবে, যাতে এই দেবতাদের সন্তুষ্ট রেখে বাড়ি নির্মাণ করা যায়।
আরো পড়ুন :- নিজের অজান্তেই জন্মছকে মঙ্গলের সমস্যা জীবনকে করে তোলে দুর্বিসহ , খুব সহজেই পান এর থেকে মুক্তি
বাস্তু শাস্ত্র অনুযায়ী প্রতিটি বাড়ির উত্তর দিকের মেঝে সব সময় কালো রঙের করতে হবে। বাকি অন্য দিকের মেঝেতে রং কালো করা যাবে না। ঘরের উত্তর দিকের মেঝেতে কালো রং করলে সংসারের দ্রুত আর্থিক উন্নতি হয়। তবে কালো রঙের পরিবর্তে কালো পাথর বা টাইলস লাগাতে পারেন।
ঘরের উত্তর দিকের মেঝেতে কালো রং করার কারণ, উত্তর দিকের অধিপতি দেবতাকে সন্তুষ্ট রাখা। এর ফলে সংসারের আর্থিক উন্নতির সঙ্গে সঙ্গে পরিবারের সদস্যদের মধ্যে মধুর সম্পর্ক বজায় থাকে। পাশাপাশি পরিবারের মানুষরাও নির্ভীক জীবন যাপন করতে পারবেন। তবে শুধু মাত্র ঘরের মেঝে নয়, নজর রাখতে হবে বাড়ির প্রত্যেকটি জিনিসের উপরেও।
আরো পড়ুন :- রোজগার করছেন অথচ টাকা ধরে রাখতে পারছেন না ? এই সহজ নিয়ম পালনে হবে সমাধান
জ্যোতিষ সম্বন্ধিত আরো খবরের জন্য আমাদের চ্যানেল ফলো করুন
—————————————————————————
জ্যোতিষ ভারতী শ্রী নিলাদ্রী মিশ্র
বাস্তু , বিবাহ , ব্যবসা , মাঙ্গলিক দোষ , শত্রুদমন , ভাগ্য বিচার , কুষ্টি বিচার , চাকরি , প্রেম , কালসর্প দোষ , গ্রহণ দোষ , শনির সাড়েসাতি যে কোনো সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন।
চেম্বার – মহিষাদল, হলদিয়া, ডেবরা , খড়গপুর, মেদিনীপুর, কোলকাতা
ফোন – 7908533644 , 9933929211 , 6291733349 ( অনলাইন এর মাধ্যমেও যত্ন সহকারে প্রেডিকশন দেওয়া হয়)