Bangla News Dunia, জ্যোতিষ ভারতী শ্রী নিলাদ্রী মিশ্র :- আমাদের অনেকেরই জীবনে সাফল্য আসতে বার বার বাধা পায়। যে বাধার কারণ আমরা হয়তো খুঁজে পাই না বা বুঝতে পারি না। অযথা আমাদের মানসিক চাপ বৃদ্ধি পেতে থাকে। এটা মনে করা হয়, আমাদের প্রতি দিনের কাজের মধ্যে এমন কিছু বিশেষ কাজ রয়েছে যা নিষ্ঠার সঙ্গে পালন করলে জীবনে সাফল্য আসতে খুব একটা বেশি সময় লাগে না। বিশেষ করে প্রতি দিন সকালে ঘুম থেকে উঠেই এই সব কাজ করার পর যদি দিন শুরু করা হয় তা হলে মানসিক স্থিতি পরিবর্তনের সঙ্গে সঙ্গে জীবনে আসবে চরম উন্নতি।
আরো পড়ুন :- ব্যাবসায় কি মন্দা ? উন্নতির জন্য এই খুব সহজ টোটকা গুলি পালন করুন
১. স্নান :- হিন্দু শাস্ত্র মতে সকালে ঘুম থেকে উঠে প্রথমেই স্নান সেরে নেওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ । সকালে স্নান করলে মানসিক শান্তি বৃদ্ধি পায় এবং সারাদিন মানুষের শুভ শক্তিতে ভরে থাকে।
২. পুজোপাঠ :- হিন্দু শাস্ত্র মতে , সকালে স্নান করার পর কোনও কিছু খাবার গ্রহণ করার পূর্বে বাড়িতে পুজো করার নিয়ম রয়েছে। এর ফলে পরিবারের সকলের ওপর ঈশ্বরের কৃপা সর্বদা বজায় থাকে এবং সংসার সুখ শান্তিতে ভরে থাকে। আর আপনার মধ্যে মানসিক শান্তি বিরাজ করে।
৩. প্রদীপ ও ধুপ জ্বালানো :- প্রতিদিন নিয়ম করে সকাল এবং সন্ধ্যা দু’বেলা প্রদীপ জ্বালতেই হবে। যদি দু’বেলা সম্ভব না হয় তা হলে অন্তত এক বার প্রদীপ জ্বালতেই হবে।
৪. শাঁখ :- সকালে পুজো সম্পূর্ণ হওয়ার পর শাঁখ বাজিয়ে তবেই পুজো শেষ করতে হবে। এর ফলে দেবতারা অত্যন্ত সন্তুষ্ট হন।
৫. মন্ত্র পাঠ :- শাস্ত্র মতে , মন্ত্র পাঠ করার একটা অসীম ফল রয়েছে। গুরুমন্ত্র অবশ্যই সকালবেলা পাঠ করতে হবে। যদি গুরুমন্ত্র না হয় তা হলে যে কোনও একটি মন্ত্র পাঠ করা যেতে পারে। যার ফলে মানসিক শান্তি বজায় থাকে।
আরো পড়ুন :- রাশি পরিবর্তন করছে শুক্র , কয়েকটি রাশির উপর তার খারাপ প্রভাব পড়বে
জ্যোতিষ সম্বন্ধিত আরো খবরের জন্য আমাদের চ্যানেল ফলো করুন
—————————————————————————
জ্যোতিষ ভারতী শ্রী নিলাদ্রী মিশ্র
বাস্তু , বিবাহ , ব্যবসা , মাঙ্গলিক দোষ , শত্রুদমন , ভাগ্য বিচার , কুষ্টি বিচার , চাকরি , প্রেম , কালসর্প দোষ , গ্রহণ দোষ , শনির সাড়েসাতি যে কোনো সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন।
চেম্বার – মহিষাদল, হলদিয়া, ডেবরা , খড়গপুর, মেদিনীপুর, কোলকাতা
ফোন – 7908533644 , 9933929211 , 6291733349 ( অনলাইন এর মাধ্যমেও যত্ন সহকারে প্রেডিকশন দেওয়া হয়)