Bangla News Dunia , পন্ডিত শ্রী সুশান্ত শাস্ত্রী :- পূর্ণিমায় চাঁদের আলোয় রাখা দুধের পায়েসকে অমৃত মনে করা হয়। ভগবান শিবের রুদ্র অভিষেকেও দুধ ব্যবহার করা হয়। জ্যোতিষ শাস্ত্রে দুধের এমন কিছু উপায়ের উল্লেখ আছে যা দুভার্গ্য ও বড়সড় সমস্যাকেও দূর করে দেয়। দেখুন একনজরে —-
১. রাতে ঘুমানোর সময় নিজের মাথার কাছে এক গ্লাস দুধ ভরে রেখে দিন। সকালে সেই দুধটিকে বাবলা গাছের গোড়ায় ঢেলে দিন। রবিবার এই উপায় করলে আর্থিক সমৃদ্ধি ও আনন্দের আগমন ঘটে।
আরো পড়ুন :- জীবনে আত্মবিশ্বাসের অভাবে ভুগছেন ? পালন করুন কিছু টিপস
২. পরিবারের সদস্যদের মধ্যে ভুল বোঝাবুঝি হলে শুক্লপক্ষের প্রথম মঙ্গলবার দুধ দিয়ে চাল ধুয়ে, সেই চালটিকে নদী বা জলশয়ের প্রবাহিত করে দিন। ৭টি মঙ্গলবার এই উপায় করলে পরিবারের সদস্যদের মধ্যে শান্তি থাকবে।
৩. জন্ম কোষ্ঠিতে গ্রহের কুদৃষ্টি থাকলে জাতককে সমস্যার সম্মুখীন হতে হয়। এমন পরিস্থিতিতে সোমবার সকালে স্নান করে শিবলিঙ্গে কাঁচা দুধ অর্পণ করুন। ৭টি সোমবার এমন করলে গ্রহের কুদৃষ্টি দূর করা যাবে।
৪. কষ্টে ভুগতে থাকলে সোমবার রাত ৯টায় শিব মন্দিরে গিয়ে কাঁচা দুধে জল মিশিয়ে ওম জূং সঃ মন্ত্র জুপ করুন।
৫. কঠিন পরিশ্রমের পরও কেরিয়ারে সাফল্য লাভ করা যায় না। পূর্ণিমা, দ্বাদশী বা ত্রয়োদশী তিথিতে এক গ্লাস কাঁচা দুধ নদীর জলে প্রবাহিত করে দিন বা কুঁয়োয় ঢেলে দিন।
৬. লোহার পাত্রে দুধ, জল ও চিনি মিশিয়ে রেখে দিন। স্নানের পর এই মিশ্রণটি লক্ষ্মীর মূর্তির ওপর অর্পণ করুন। আর্থিক অনটন দূর হবে। অর্থ বৃদ্ধিতে এই উপায় সহায়ক।
৭. বার বার পথ দুর্ঘটনার শিকার হলে কোনও মাসের শুক্ল পক্ষের মঙ্গলবার ধোয়া চাল দুধে দিয়ে জলে প্রবাহিত করে দিন। মঙ্গলবার এই কাজ করলে পথ দুর্ঘটনার হাত থেকে মুক্তি পাবেন।
আরো পড়ুন :- শনির কোপ থেকে খুব শিগগির মুক্তি পেতে চলেছেন কোন কোন রাশির মানুষরা ? জানুন
জ্যোতিষ সম্বন্ধিত আরো খবরের জন্য আমাদের চ্যানেল ফলো করুন
—————————————————————————
পন্ডিত শ্রী সুশান্ত শাস্ত্রী
বিদ্যা , বিবাহ , প্রেম , ব্যবসা , চাকরি , সাংসারিক অশান্তি , মাঙ্গলিক দোষ , শত্রুদমন , বাস্তু , মামলা মকরদমা , ভাগ্য বিচার , কুষ্টি বিচার , শনির সাড়েসাতি , কালসর্প দোষ , গ্রহণ দোষ যে কোনো সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন। দীর্ঘ ২০ বছরের অভিজ্ঞতা সম্পন্ন।
চেম্বার – দীর্ঘ ২০ বছর ধরে নিজ গৃহে সেবা করা হয়। ঠিকানা – চৌবেড়িয়া , নিমতলা , পশ্চিমপাড়া , উত্তর ২৪ পরগণা।
ফোন – 9732789314 , 7407388282 ( What’s App ) ( প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সকলের সাথে সাক্ষাৎ করা হয় )