জীবনে মা লক্ষীর কৃপা পেতে চান ? পালন করুন কিছু টিপস

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia , জ্যোতিষ ভারতী শ্রী নীলাদ্রি মিশ্র :- সুখী জীবনযাপন করতে চান। জীবনে কখনও আর্থিক সংকট যাতে না হয়, তার জন্য আপ্রাণ চেষ্টা করে চলেছেন। এমন পরিস্থিতিতে যে কোনও মানুষের মধ্যে হতাশা, অবসাদ তৈরি হয়। শারীরিক ও মানসিক সমস্যার সম্মুখীন হতে হয়। জ্যোতিষশাস্ত্র অনুসারে, কখনও কখনও কঠোর পরিশ্রমের পাশাপাশি ভাগ্যও সহায় থাকা গুরুত্বপূর্ণ। পাশাপাশি আর্থিক অবস্থাকেও শক্তিশালী করে করে তোলে। জ্যোতিষশাস্ত্র অনুসারে, ঘুম থেকে ওঠার সঙ্গে সঙ্গে এই কাজটি করলে দেবী লক্ষ্মী সর্বদা প্রসন্ন থাকেন, তবে চলুন দেখে নেওয়া যাক কর্ম গুলো কি কি।

আরো পড়ুন :- সংসারে সুখ আনতে ও সকল দুঃখ দূর করতে শ্রাবণ মাসে এই উপায়গুলি করুন!

১.  সকালে ঘুম থেকে উঠবেন, সবার আগে উপাসনার কথা মাথায় রাখবেন। হাতের দিকে তাকিয়ে, ‘করাগ্রে বাসতে লক্ষ্মী: করমধে সরস্বতী। করমুলে স্তিতো ব্রহ্ম প্রবতে কার্দর্শনম্।’ মন্ত্র বলুন। আপনার হাত সমস্ত মুখের উপর বুলিয়ে নিন। দেবী লক্ষ্মীর পাশাপাশি ব্রহ্মা ও সরস্বতীর কৃপা বজায় থাকবে।

মুখে হাত রাখার পর মাটিতে ডান পা রাখুন তারপর মাটিকে প্রণাম করুন। কারণ পৃথিবী আমাদের ভার বহন করে। তাকে ধন্যবাদ জানানো আমাদের গুরুদায়িত্ব। আর মাটিকে আমরা ধরতি মা হিসাবে পূজা করি।

 

niladri misra

 

২. বাস্তু মতে, ঘরে শান্তি ও সমৃদ্ধি বজায় রাখতে সূর্যোদয়ের আগে জলে লবণ রেখে সারা ঘর মুছে দিন। তবে সূর্যোদয়ের আগে না পারলেও দিনের যেকোনো সময় মুছুন।

৩. সূর্যোদয়ের আগে উঠে সমস্ত কাজ সেরে স্নান সেরে নিন। এর পর পরিষ্কার শুকনো কাপড় পরুন। এরপর তামার পাত্রে জল দিয়ে লাল রঙের ফুল, সিঁদুর ইত্যাদি রেখে সূর্যদেবকে জল অর্পণ করুন ও প্রণাম করুন । ওম সূর্যায় নমঃ’ জপ করুন।

৪. পাশাপাশি তুলসী গাছে জলও অর্পণ করুন। একই সঙ্গে ঘিয়ের প্রদীপ জ্বালান। শুভ ফল পাওয়া যায়। তুলসীকে জল দেওয়ার সময় শ্রী হরির মন্ত্রও জপতে হবে – ‘ওম নমো ভগবতে বাসুদেবায়’। তবে ঘী -এর প্রদীপ না জ্বালাতে পারলেও তেলের প্রদীপ জ্বালাতে পারেন।

আরো পড়ুন :- কোন দিকে মাথা রেখে ঘুমানো শুভ ? দেখুন সঠিক বাস্তু টিপস

জ্যোতিষ সম্বন্ধিত আরো খবরের জন্য আমাদের চ্যানেল ফলো করুন

————————————————————————

জ্যোতিষ ভারতী শ্রী নিলাদ্রী মিশ্র

বাস্তু , বিবাহ , ব্যবসা , মাঙ্গলিক দোষ , শত্রুদমন , ভাগ্য বিচার , কুষ্টি বিচার , চাকরি , প্রেম , কালসর্প দোষ , গ্রহণ দোষ , শনির সাড়েসাতি যে কোনো সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন।

চেম্বার – কোলকাতা , ব্যারাকপুর , খড়গপুর , হলদিয়া , মহিষাদল , ডেবরা , মেদিনীপুর

ফোন – 7384311482 , 7908533644 , 9933929211 , 6291733349 ( অনলাইন এর মাধ্যমেও যত্ন সহকারে প্রেডিকশন দেওয়া হয়)

 

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন