Bangla News Dunia , জ্যোতিষ ভারতী শ্রী নীলাদ্রি মিশ্র :- শনিদেব মানুষকে তার কর্ম অনুসারে ফল দেন। বিশ্বাস করা হয় যে শনির অশুভ দৃষ্টি ব্যক্তির উপর পড়লে তার জীবনে সমস্যা বেড়ে যায়। তবে ন্যায়ের ঈশ্বর একবার খুশি হলে, মানুষের জীবন সুখে ভরে ওঠে। ৫টি জিনিস যা ব্যবহার করে আপনি তুষ্ট করতে পারেন ভগবান শনিদেবকে।
আরো পড়ুন :- আপনি কি জীবনে নানাবিধ সমস্যায় জর্জরিত ? তাহলে পালন করুন কিছু সহজ টোটকা
অশ্বত্থ গাছ : অশ্বত্থ গাছকে শনির প্রতীক মনে করা হয়। সন্তান ধারণে বাধা হলে একটি অশ্বত্থ গাছ লাগাতে হবে। প্রতি শনিবার অশ্বত্থ গাছের নিচে সরিষার তেলের প্রদীপ জ্বালিয়ে ২১ বার প্রদক্ষিণ করুন।
ঘোড়ার নাল : সরিষার তেল দিয়ে ঘোড়ার নাল ধুয়ে নিন। শনিবার সন্ধ্যায় বাড়ির প্রধান গেটে ঝুলিয়ে দিন। এতে করে শনিদেবের আশীর্বাদ গৃহের মানুষের ওপর বজায় থাকবে।
কালো তিল : শনিদেব যদি আর্থিক সমস্যা দেন তাহলে জীবনে অর্থের অভাব হয়। এমন অবস্থায় কালো তিল ব্যবহার করুন। শনিবার কোনও অভাবী ব্যক্তিকে কালো তিল দান করুন।
আরো পড়ুন :- জানুন ২০২৪ সালে কোন কোন রাশির মানুষেরা প্রেমের ক্ষেত্রে লাভবান হবেন ?
সরিষার তেল : আপনি যদি জীবনের প্রতিটি কাজে ক্রমাগত ব্যর্থতার সম্মুখীন হন তবে সরিষার তেল ব্যবহার করুন। শনিবার লোহার পাত্রে সরিষার তেল নিন। এতে এক টাকার কয়েন রাখুন।
লোহার আংটি : শনির কষ্টের অবসান ঘটাতে লোহার আংটি পরুন। আংটি যদি ঘোড়ার নালের বা নৌকার কিল দিয়ে তৈরি হয় তাহলে তা খুবই উপকারী।
আরো পড়ুন :- বাস্তু মতে ঘুমনোর সময় মাথার কাছে রাখুন কিছু জিনিষ, বদলে যাবে আপনার জীবন
জ্যোতিষ সম্বন্ধিত আরো খবরের জন্য আমাদের চ্যানেল ফলো করুন
————————————————————————
জ্যোতিষ ভারতী শ্রী নিলাদ্রী মিশ্র
বিশেষ দ্রষ্টব্যঃ – সন্ধ্যা ৭টা থেকে রাত ৯টা পর্যন্ত ফোনের মাধ্যমে বিভিন্ন সমস্যার প্রতিকার সম্পূর্ণ ফ্রি। আপনি এই সময় ফোন করে জ্যোতিষ ভারতী শ্রী নিলাদ্রী মিশ্রর সাথে কথা বলতে পারেন ফ্রিতে।
বাস্তু , বিবাহ , ব্যবসা , মাঙ্গলিক দোষ , শত্রুদমন , ভাগ্য বিচার , কুষ্টি বিচার , চাকরি , প্রেম , কালসর্প দোষ , গ্রহণ দোষ , শনির সাড়েসাতি যে কোনো সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন।
চেম্বার – কোলকাতা , ব্যারাকপুর , খড়গপুর , হলদিয়া , মহিষাদল , ডেবরা , মেদিনীপুর।
ফোন – 7908533644 , 9933929211 ( অনলাইন এর মাধ্যমেও যত্ন সহকারে প্রেডিকশন দেওয়া হয়)