Bangla News Dunia , পল্লব চক্রবর্তী : হিন্দু ধর্মে পূজার্চনা ও জ্যোতিষের নানা বিষয়ে লবঙ্গের ব্যবহার দেখা যায়। জ্যোতিষে লবঙ্গকে গুরুত্বপূর্ণ মনে করা হয়। বাস্তু অনুযায়ী জীবনে সুখ ও অর্থ লাভের জন্য লবঙ্গ ব্যবহার করা যায়। লবঙ্গের সঙ্গে জড়িত কিছু বাস্তু উপায় সম্পর্কে জানানো হল। দেখুন একনজরে —–
১. পরিবারের সদস্য বার বার অসুস্থ হলে, কলহ ও বিবাদ লেগে থাকলে বা বাড়িতে নেতিবাচক শক্তি অনুভব করলে লবঙ্গ দিয়ে উপায় করতে পারেন।
চাটুতে ৭ থেকে ৮টি লবঙ্গ রেখে পুড়িয়ে নিন এবং বাড়ির কোণায় রেখে দিন। তার প্রভাবে বাড়িতে ইতিবাচক শক্তির প্রবাহ বৃদ্ধি পাবে।
২. হিন্দু ধর্মে পূজার্চনায় লবঙ্গের ব্যবহার লক্ষ্য করা যায়। জ্যোতিষ মতে বাড়িতে পুজো করার সময় প্রদীপে লবঙ্গ দিয়ে প্রজ্জ্বলিত করুন। যার প্রভাবে বাড়ির পরিবেশ শুদ্ধ ও শান্ত হবে ও নেতিবাচক শক্তি প্রবেশ করতে পারবে না।
৩. বহু চেষ্টার পর কাজ ভেস্তে যায়। দীর্ঘদিন ধরে কোনও কাজ আটকে থাকলে পানের পাতায় লবঙ্গ, এলাচ ও সুপুরি মুড়ে গণেশকে অর্পণ করুন। সমস্ত কাজে বাধা দূর হবে এবং সাফল্য লাভ করবেন।
৪. আর্থিক অনটনে দিন কাটালে এবং বহু চেষ্টা সত্ত্বেও লাভ না হলে এই টোটকা করতে পারেন সাতটি গোলমরিচ ও লবঙ্গকে মাথা থেকে ঘুরিয়ে এমন স্থানে ফেলে দিন যেখানে কেউ যাতায়াত করে না। উল্লেখ্য লবঙ্গটিকে চারদিকে ফেলবেন এবং তার পর পিছন ফিরে তাকাবেন না।
৫. আপনার বাড়িতে ঝগড়া-বিবাদ লেগে থাকলে প্রতি শনিবার কর্পূর ও লবঙ্গ পুড়িয়ে বাড়ির বাইরে রেখে দিন। যার প্রভাবে নেতিবাচক শক্তি বেরিয়ে যাবে এবং পরিবারে সুখ-শান্তি বিরাজ করবে।
৬. বাড়ি থেকে নেতিবাচক শক্তি দূর রাখার জন্য শনিবার বা রবিবার ৫টি লবঙ্গ, ৩টি কর্পূর ও ৩টি বড় এলাচ পোড়ান। সারা ঘরে দেখান। ভালোভাবে পুড়ে গেলে ছাই প্রবেশ দ্বারে ছড়িয়ে দিতে পারেন বা জলের সঙ্গে ছাই মিশিয়ে প্রবেশ দ্বারে ছেটাতে পারেন। ফলে বাড়িতে উপস্থিত নেতিবাচক শক্তির দূর হবে এবং ইতিবাচক শক্তিতে ঘর ভরে যাবে।
৭. কোষ্ঠিতে রাহু ও কেতু অনুকূল পরিস্থিতিতে থাকে না, তাঁরা শনিবার লবঙ্গ দান করুন। কেউ এই দান গ্রহণ করতে না-চাইলে শিবলিঙ্গে অর্পণ করে দিন।
৮. কাউকে টাকা ঋণ দিয়ে থাকলে এবং যদি টাকা ফেরৎ না-দেয়, লবঙ্গের কিছু উপায় করুন, এর ফলে অর্থ ফিরে পাবেন। এর জন্য কোনও অমাবস্যা বা পূর্ণিমার রাতে কর্পূর জ্বালিয়ে ২১টি লবঙ্গ দিয়ে লক্ষ্মীর ধ্যান করুন।
৯. ইন্টারভিউ বা কোনও জরুরি কাজের জন্য বেরোনোর আগে মুখে লবঙ্গ রেখে নিন।
১০. পরিশ্রম সত্ত্বেও ফল না-পেলে মঙ্গলবার বজরংবলীর মূর্তির সামনে সরষে তেলের প্রদীপ প্রজ্জ্বলিত করুন। প্রদীপে ২টি লবঙ্গ দিন, তার পর হনুমান চালিসা পাঠ করুন। ২১ মঙ্গলবার এই উপায় করলে সমস্যা দূর হবে এবং সাফল্য লাভ করবেন।
আরও খবর পেতে ফলো করুন আমাদের চ্যানেল