Bangla News Dunia , পন্ডিত শ্রী সুশান্ত শাস্ত্রী :- মঙ্গলবার কোনো রকম বাজে কাজ করতে নেই। এতে জন্মছকে মঙ্গলের স্থান দুর্বল হতে থাকে। এছাড়া যাঁদের জন্মছকে প্রথম থেকেই মঙ্গল অশুভ অবস্থানে রয়েছে, তাঁদের মঙ্গলবার বিশেষ কিছু কাজ করতে নেই। যেমন প্রথমেই বলবো তাঁদের মঙ্গলবার ভুলেও আমিষ আহার গ্রহণ করতে নেই। এদের প্রতি মঙ্গলবার নিরামিষ আহার গ্রহণ করতে হয়। আর যদি কোনো কারণে মঙ্গলবার আমিষ আহার গ্রহণ করা হয় তা হলে কী কী হতে পারে সে বিষয়ে জেনে রাখা দরকার।
আরো পড়ুন :- বিবাহিত জীবনে পারস্পরিক বোঝাপড়া ভালবাসা ও বিশ্বাস বাড়াতে বাস্তুর এই নিয়ম গুলি পালন করুন
১. যাদের আত্মবিশ্বাসের অভাব তারা মঙ্গলবার হনুমানজির পুজো করতে পারেন এতে মনের জোর ও আত্মবিশ্বাস বৃদ্ধি পায়। তাই মঙ্গলবার নিরামিষ খাবার গ্রহণ করলে তার আশির্বাদ পাওয়া যায়।
২. হনুমানজির কৃপা যেই পরিবারে থাকে সেই পরিবার সুখ-সমৃদ্ধিতে ভরে থাকে। সেখানে কখনও অর্থ কষ্ট হয় না। তবে মঙ্গলবার মাছ মাংস আহার করলে হনুমানজি খুব রুষ্ট হন।
৩. মঙ্গলবার আমরা হনুমানজির পুজো করি। অনেকেই মনে করেন হনুমানজির পুজো করলে মনের সব ইচ্ছা পূরণ হয়। অর্থনৈতিক দিকে খুব উন্নতি হতে দেখা যায়। তবে যদি মঙ্গলবার দিন আমিষ খাবার খাওয়া হয় তা হলে ফল উল্টো হতে পারে। জীবনে সঙ্কট আরও বৃদ্ধি পেতে পারে।
মঙ্গলবার নিরামিষ আহার গ্রহণ করার সাথে সাথে পালন করুন এই সকল উপায় :-
১. প্রত্যেক মঙ্গলবার হনুমানজির পুজো করার পরে তার চরণের কমলা সিঁদুর নিজের কপালে তিলক কাটুন।
২. হনুমানজির লাল পতাকা যে কোনো মঙ্গলবার কোনো হনুমান মন্দিরে দান করতে হবে। নিজের বাড়িতেও এই পতাকা লাগানো খুব ভাল।
৩. প্রত্যেক মঙ্গলবার কমলা সিঁদুর, লাল মিষ্টি, জেসমিন তেল এবং তুলসীর মালা সহকারে হনুমানজির পুজো করলে খুব ভাল ফল পাওয়া যায়। বিশেষ করে তুলসীর মালা হনুমানজির খুব প্রিয়। এরই সাথে পারলে হনূমান চালিশা পাঠ করুন।
আরো পড়ুন :- এই রাশির জাতকদের জন্য তামার আংটি ধারণ শুভ ফল দেয়
জ্যোতিষ সম্বন্ধিত আরো খবরের জন্য আমাদের চ্যানেল ফলো করুন
—————————————————————————
পন্ডিত শ্রী সুশান্ত শাস্ত্রী
বিদ্যা , বিবাহ , প্রেম , ব্যবসা , চাকরি , সাংসারিক অশান্তি , মাঙ্গলিক দোষ , শত্রুদমন , বাস্তু , মামলা মকরদমা , ভাগ্য বিচার , কুষ্টি বিচার , শনির সাড়েসাতি , কালসর্প দোষ , গ্রহণ দোষ যে কোনো সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন। দীর্ঘ ২০ বছরের অভিজ্ঞতা সম্পন্ন।
চেম্বার – দীর্ঘ ২০ বছর ধরে নিজ গৃহে সেবা করা হয়। ঠিকানা – চৌবেড়িয়া , নিমতলা , পশ্চিমপাড়া , উত্তর ২৪ পরগণা।
ফোন – 9732789314 , 7407388282 ( What’s App ) ( প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সকলের সাথে সাক্ষাৎ করা হয় )