জীবনে সুখ ও স্বাচ্ছন্দ্য চান ? বাড়িতে রাখুন এই জিনিস গুলি

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia , পল্লব চক্রবর্তী :- বাড়ির সাজানোর উপর নির্ভর করে ঘরে সৌভাগ্য ডেকে আনা সম্ভব। তাই সঠিক নিয়মে সঠিক ভাবে গৃহ সজ্জা যেমন আপনার ঘরে শুভ শক্তিকে ডেকে নিয়ে আসে ঘরে, তেমনি এলোমেলো বাড়ি সাজানোর ফলে সহজে প্রবেশ করে দুর্ভাগ্য ও অশুভ শক্তি। তাই এমন কিছু আছে যা আপনার ঘরে রাখলে সৌভাগ্যের উদয় হবে।

avilo home

এক নজরে সেই সব বস্তুগুলো দেখুন ——

১. বাড়িতে সর্বদা চারকোনা আয়না ব্যবহার করুন। মেঝে থেকে অন্তত চার থেকে পাঁচ ফুট উচ্চতায় আয়না ঝোলান। খুব ভালো হয় আয়না এমন ভাবে ঝোলালে যেন তাতে সবুজের প্রতিফলন দেখা যায়। এতে আপনার ঘরে অর্থ ও সৌভাগ্য আসে।

২. গৃহ সজ্জায় কাঠ বা বাঁশের তৈরি জিনিস ব্যবহার করতে ভুলবেন না। কাঠের আসবাব হলে সব চাইতে ভালো। এছাড়াও শো পিস, রান্নাঘরের উপাদান, ইন্টেরিয়রের অংশ হিসেবে ব্যবহার করা যেতে পারে। এতে ঘরে সৌভাগ্য ফিরে আসে।

৩. বাড়িতে সবুজ গাছ পালা ঘরে শান্তি, সমৃদ্ধি ও সৌভাগ্য বয়ে আনে। বিশেষ করে এলোভেরা, পুদিনা, লাকি ব্যাম্বু, মানি প্লান্ট ইত্যাদি বাড়িতে রাখুন। সদর দরজায় গাছ রাখতে চাইলে সর্বদা গোল পাতা বিশিষ্ট সবুজ গাছ রাখুন।

৪. নীল হল আকাশের রঙ। তাই গৃহসজ্জায় নীল রঙের কাপড় সৌভাগ্য বয়ে আনে। ঘরের সাজে যতটা সম্ভব নীল ব্যবহার করুন।

৫. আজকাল উইন্ড চাইম অনেকের বাড়িতে দেখা যায়। সৌভাগ্য ও অর্থের দেখা পেতে উইন্ড চাইম ঝোলাতে হবে ঠিক বাড়ির সদর দরজায়। ঘুম, খাওয়া, কাজ বা বিশ্রামের স্থানে কখনো উইন্ড চাইম ব্যবহার করতে হয় না।

ঘরে সৌভাগ্য আনতে চাইলে সর্বদা পরিষ্কার ও গোছানো রাখুন। গৃহে মা লক্ষীকে পূজা করুন।

” আরও খবর পেতে ফলো করুন আমাদের চ্যানেল “

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন