Warning: exif_imagetype(https://banglanewsdunia.com/wp-content/uploads/2024/08/4e19ba67-20c0-436d-8980-47222ba838b9.png): Failed to open stream: HTTP request failed! HTTP/1.1 404 Not Found in /home/u842153353/domains/banglanewsdunia.com/public_html/wp-includes/functions.php on line 3338

Warning: file_get_contents(https://banglanewsdunia.com/wp-content/uploads/2024/08/4e19ba67-20c0-436d-8980-47222ba838b9.png): Failed to open stream: HTTP request failed! HTTP/1.1 404 Not Found in /home/u842153353/domains/banglanewsdunia.com/public_html/wp-includes/functions.php on line 3358

জীবন্ত সল্টলেকে ঝলসে মৃত্যু ডেলিভারি বয়ের! পুলিশের ভূমিকায় ক্ষোভ জনতার

By Bangla News Dunia Dinesh

Published on:

 

Bangla News Dunia, বাপ্পাদিত্য:-পথ দুর্ঘটনায় (Accident) এক ডেলিভারি বয়ের মর্মান্তিক মৃত্যুকে (Delivery boy death) কেন্দ্র করে অগ্নিগর্ভ সল্টলেক (Salt Lake)। বুধবার রাস্তার ধারে থাকা রেলিংয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে একটি চারচাকার গাড়ি। সেই সময়ই রেলিংয়ের মাঝে আটকে পড়েন ওই ডেলিভারি বয়। এদিকে গাড়িটি রেলিংয়ে ধাক্কা মারতেই ঘটে বিস্ফোরণ। আর সেই আগুনে জীবন্ত পুড়ে যান তিনি। এই ঘটনায় পুলিশের ভূমিকায় ক্ষোভে ফেটে পড়ে আমজনতা। এমনকি পুলিশকে লক্ষ্য করে জনতা ইট-পাথর ছোড়ে। পরবর্তীতে পরিস্থিতি সামলাতে নামানো হয় র‌্যাফ।

জানা গিয়েছে, এদিন বিকেলে কেষ্টপুর এবং সল্টলেকের মাঝে ৮ নম্বর ব্রিজের কাছে দুর্ঘটনাটি ঘটেছে। একটি চারচাকা গাড়ি প্রথমে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে থাকা রেলিংয়ে ধাক্কা মারে। সেই সময় ঘটনাস্থলেই বাইক নিয়ে দাঁড়িয়ে ছিলেন ডেলিভারি বয়। গাড়ির ধাক্কা মারতেই কোনওভাবে রেলিংয়ের মাঝে আটকে পড়েন তিনি। এরপরই গাড়িটিতে বিস্ফোরণ ঘটে এবং দাউদাউ করে আগুন জ্বলে ওঠে। এই অবস্থায় কোনওরকমে গাড়িতে থাকা যাত্রীদের বের করা গেলেও ওই ডেলিভারি বয়কে উদ্ধার করা যায়নি। গাড়ির আগুনে ঝলসে ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর।

এদিকে, ঘটনার পরই স্থানীয়রা পুলিশ ও দমকলের বিরুদ্ধে বিক্ষোভ দেখাতে শুরু করে। অভিযোগ, খবর দেওয়ার বেশ কিছুক্ষণ দমকলের দু’টি ইঞ্জিন ঘটনাস্থলে গিয়েছিল। সেই সঙ্গে পুলিশের ভূমিকা নিয়েও উঠেছে প্রশ্ন। জানা গিয়েছে, জ্বলন্ত অবস্থায় দেখেও ওই তরুণকে উদ্ধারের কোনও চেষ্টা করেনি পুলিশ। উলটে পুলিশ ঘটনার ভিডিও করতে ব্যস্ত ছিল বলে অভিযোগ করেছেন অনেকে। আর এরপরই ক্ষোভে পুলিশকে লক্ষ্য করে ইট, পাথর ছুড়তে থাকে স্থানীয়রা। পরিস্থিতি সামলাতে কাঁদানে গ্যাসের শেল ফাটানো হয়। বেশ কিছুক্ষণ সংঘর্ষ চলার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। তবে কী কারণে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারল, তা এখনও স্পষ্ট নয়। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

 

আরও পড়ুন:- 5 টাকার নোট থাকলে পাবেন 6 লক্ষ টাকা, কীভাবে তা সম্ভব? জেনে নিন

আরও পড়ুন:- এটাই দেশের সবথেকে সস্তা SUV, একদম জলের দরে, জেনে নিন দাম

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন