জীবিত কিংবদন্তি ফুটবলারকে মৃত ভেবে স্মৃতির উদ্দেশ্যে নীরবতা পালন ফুটবলারদের, বিস্তারিত জানুন

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

 

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- তাদের দলেরই প্রাক্তন ফুটবলার তিনি। ক্লাবকে একটা উচ্চতায় পৌঁছে দিতে তাঁর অবদান ভুলতে পারেনি ক্লাব। তাই ক্লাবের কর্মকর্তারা যখন তাঁদের ক্লাবের কিংবদন্তি সেই প্রাক্তন ফুটবলারের জীবনাবসানের খবর পেলেন তখন তাঁরা ম্যাচ শুরুর আগে নীরবতা পালন করেন।

ঘটনাটি ঘটেছে বুলগেরিয়ায়। বুলগেরিয়ার বিখ্যাত ফুটবল ক্লাব আরদা কার্দঝালি। এই ক্লাবের প্রাক্তন ফুটবলার পেটকো গানচেভ চিরকালই ক্লাবের নয়নের মণি হয়ে থেকে গেছেন।

ক্লাবের সুনাম তাঁর পায়ের যাদুতে অন্যই উচ্চতা অর্জন করেছিল। সেই মানুষটি আর নেই এটা মেনে নিতে কষ্টই হয়েছিল ক্লাব কর্তা থেকে খেলোয়াড়দের।

তাই লেভস্কি সোফিয়া ক্লাবের বিরুদ্ধে খেলা শুরুর আগে ২ দলের খেলোয়াড়েরা মাঝমাঠে গোল হয়ে দাঁড়ান। তারপর পেটকোর স্মৃতিতে ১ মিনিট নীরবতা পালন করেন। এরপর খেলা শুরু হয়।

খেলার শেষ বাঁশি বাজার আগেই অবশ্য সব কিছু বদলে যায়। কারণ খোদ পেটকোই জানান তিনি বেঁচে আছেন। বহাল তবিয়তেই বেঁচে আছেন। এটা ক্লাব কর্তৃপক্ষ জানার পরই তাঁরা লজ্জিত হয়ে পড়েন। ক্ষমা চান তাঁরা। পেটকো ও তাঁর পরিবারের কাছে ক্ষমা চেয়ে নেন।

পেটকোর দীর্ঘ আয়ু ও সুস্থ জীবনও কামনা করেন তাঁরা। কিন্তু এভাবে একটি ক্লাব কর্তৃপক্ষ তাঁদেরই ক্লাবের প্রাক্তন ফুটবলারের জীবনাবসানের জন্য শোক ব্যক্ত করে ১ মিনিট নীরবতা পালন করে ফেললেন ফুটবলারের পরিবারের সঙ্গে কোনও কথা না বলেই!

বিষয়টি নিয়ে সমালোচনার ঝড় থামছে না। খবরটি বুলগেরিয়ার স্থানীয় সংবাদমাধ্যমে প্রকাশিত হয়। পরে তা বিশ্বের তাবড় সংবাদমাধ্যমে প্রকাশিত হওয়ার পর বিশ্বজুড়েও খবরটি আলোড়ন তৈরি করে।

 

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন