Bangla News Dunia, বাপ্পাদিত্য:- পরিবারের অমতে প্রেম করে বিয়ে করার কারণে জীবিত মেয়ের শ্রাদ্ধ করলেন বাবা। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুরের চোপড়ার সোনাপুর গ্রাম পঞ্চায়েত এলাকায়। পরিবারের সদস্যরা জানিয়েছেন, তাঁদের মেয়ে ভিন্ন সম্প্রদায়ে বিয়ে করায় তারা গভীরভাবে মর্মাহত হয়েছে। তাঁরা মনে করেন, মেয়ের কারণে তাঁদের সামাজিক মর্যাদা ক্ষুণ্ণ হয়েছে, পরিবারের সম্মান নষ্ট হয়েছে। এই অনুষ্ঠানে, তাঁরা মেয়েকে মৃত বলে গণ্য করেন, মেয়ের আত্মার শান্তির জন্য প্রার্থনা করেন এবং মেয়ের সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করার ঘোষণা করেন।
আরও পড়ুন:- Mutual Fund থাকলেই এই বিরাট সুবিধা আপনিও পাবেন। এক ক্লিকে জেনে নিন
গত ৯ মার্চ প্রেমিকের সঙ্গে বাড়ি থেকে পালিয়ে যান ওই যুবতী। তারপর তাঁরা বিয়েও করেন। কিন্তু সবটাই পরিবারের অমতে। পরিবারের তরফে নিখোঁজের অভিযোগ দায়েরের পর ওই যুবতীকে উদ্ধারও করেছিল পুলিশ। যদিও আদালতের নির্দেশে সাবালিকা মেয়েটিকে তাঁর ইচ্ছাতেই স্বামীর কাছে পাঠানো হয়। মেয়েকে বাড়ি ফেরাতে পেরে তাঁকে ভুলে যেতেই এই শ্রাদ্ধানুষ্ঠানের আয়োজন করে পরিবার।
পরিবারের সদস্যরা এদিন হিন্দু রীতি অনুযায়ী শ্রাদ্ধ অনুষ্ঠানের আয়োজন করেন। পুরোহিত মন্ত্র পাঠ করেন, গ্রামবাসীদের পাশাপাশি আত্মীয় স্বজনদের জন্য খাওয়া-দাওয়ার আয়োজন করা হয়। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, আগামী দিনে যাতে গ্রামে এই ধরনের আর কোনও ঘটনা না ঘটে তাই এই কাজ। পরিবারের এক সদস্য জানিয়েছেন, আমাদের বাড়ির মেয়ে পালিয়ে গিয়ে বিয়ে করেছে। তাই আমরা তাঁর সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করলাম। গ্রামে যাতে আর এই ধরনের কোনও ঘটনা না ঘটে তারই বার্তা দিয়েছি।
আরও পড়ুন:- ভবিষ্যতের জন্য শিশুদের এটা শেখান। জানুন কি মত হার্ভার্ড অধ্যাপকের ?
আরও পড়ুন:- এটাই পৃথিবীর সবচেয়ে দুর্গম জায়গা, যেখানে মানুষ পৌঁছলে আর ফিরতে পারবে না, বিস্তারিত জেনে নিন