জুলাই মাসে DA নিয়ে বড় আপডেট !

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia, Pallab : রাজ্য সরকারি কর্মীদের জন্য জুলাই মাসটি নিয়ে এসেছে এক ডাবল সুখবর। সূত্রের খবর, আগামী জুলাই মাসে সরকারি কর্মীরা পেতে চলেছে ডাবল অর্থ। এর ফলে অনেক কর্মীর অ্যাকাউন্টে এই এক মাসে দু’বার বড় অঙ্কের টাকা জমা পড়তে চলেছে। ঠিক এই কারনে আকাশে বাতাসে সরকারি কর্মী মহলে খুশির বাতাস বইছে শুরু করেছে। আজকের প্রতিবেদনে চলুন এই সংক্রান্ত বিস্তারিত দেখে নেওয়া যাক –

আরও পড়ুন : রাজ্যে পঞ্চম থেকে দশম শ্রেণীর জন্য নতুন সময়সূচী ও পরীক্ষার নির্দেশিকা জারি !

 কী বলছে নবান্ন?

বর্তমানে সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে পশ্চিমবঙ্গ সরকার ২৫% ডিএ বকেয়া মেটানোর সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন। শুধু সিদ্ধান্তই নয়, আগামী ২৭ জুনের মধ্যে এই টাকা মেটানোর কথা ঘোষণা করা হয়েছে। এই নির্দেশ অনুযায়ী, প্রতিটি দফতরকে বলা হয়েছে নির্দিষ্ট কর্মীদের তালিকা প্রস্তুত করে তা চিহ্নিত করতে। সেই তালিকা চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলেই প্রশাসনিক মহলের তরফে খবর পাওয়া যাচ্ছে।

 ডিএ-র অর্থ কিভাবে দেওয়া হবে?

জানা গিয়েছে, ডিএ-র বকেয়া টাকা ধাপে ধাপে মেটানো হবে বলে মনে করা হচ্ছে। যদিও এখনও পর্যন্ত কোনও সরকারি ডিএ নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়নি যে পৃথকভাবে বেতনের পরে দেওয়া হবে। তবে রাজ্য সরকারি কর্মীদের একাংশ ধারনা করছেন, অনেকের বেতন এবং ডিএ একসঙ্গে জুলাই মাসে জমা পড়তে পারে – এর ফলে এক মাসে বেতনের মতোই দ্বিতীয় একটি বড় অঙ্ক ঢুকবে তাঁদের সরকারি অ্যাকাউন্টে।

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন