জুলাই মাস ছাত্র – ছাত্রীদের পড়াশুনোর ক্ষেত্রে কেমন যাবে এক নজরে দেখে নিন

By Bangla News Dunia Dinesh

Published on:

Bangla News Dunia , শ্রী জয়দেব শাস্ত্রী :- এই জুলাই মাসে রাশি চক্রে বিভিন্ন পরিবর্তন দেখা দেবে। যার ফলে তার প্রভাব বিভিন্ন রাশির উপর পড়বে। মাসের বিভিন্ন সময় বিভিন্ন রাশির উপর এর প্রভাব পড়বে। তবে চলুন এই মাসে ছাত্র – ছাত্রীদের পড়াশুনো কেমন হবে দেখে নেওয়া যাক।

১. মেশ রাশি :- এই রাশির পড়াশোনার ক্ষেত্রে মঙ্গল এবং শুক্রের অবস্থান এবং শনির সঙ্গে দৃষ্টি সম্পর্কের ফলে মধ্যম ফল প্রাপ্তির সম্ভাবনা রয়েছে । তবে উচ্চশিক্ষার ক্ষেত্র শুভ ফল পাবেন।

২. বৃষ রাশি :- এই রাশির পড়াশোনার ক্ষেত্রের সাথে বৃহস্পতির দৃষ্টির ফলে  পড়াশোনার ক্ষেত্রে শুভ ফল প্রাপ্তির সম্ভাবনা রয়েছে ।  উচ্চশিক্ষার ক্ষেত্রে শুভ।

৩. মিথুন রাশি :- এই রাশির ছাত্র – ছাত্রীরা পড়াশোনার ক্ষেত্রে মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে  শুভ ফল পাবেন । শুভ ফল প্রাপ্তির সম্ভাবনা পড়াশোনার ক্ষেত্রে।

আরো পড়ুন :– এই টোটকা গুলির মাধ্যমে জীবনের নানান সমস্যার সমাধান মিলবে

৪. কর্কট রাশি :- এই রাশির পড়াশোনার ক্ষেত্রের সাথে  বৃহস্পতি এবং শনির দৃষ্টি সম্পর্কিত ।পড়াশোনার ক্ষেত্রে শুভ ফল প্রাপ্তির সম্ভাবনা রয়েছে । উচ্চশিক্ষার ক্ষেত্রে মধ্যম।

৫. সিংহ রাশি :- এই রাশির মধ্যম পড়াশোনার ক্ষেত্র। বিশেষ শুভ ধর্ম বা আধ্যাত্মিক শিক্ষার ক্ষেত্রে। উচ্চশিক্ষার ক্ষেত্রে শুভ।

joydev sastri

৬. কন্যা রাশি :- এই রাশির এই মাস শিক্ষা ক্ষেত্রে শুভ। তবে মধ্যম উচ্চশিক্ষা ক্ষেত্র। আপনার শিক্ষা সংক্রান্ত বিষয়ে ভ্রান্ত বা বিভ্রান্তিমূলক চিন্তা সমস্যাদায়ক হতে পারে।

৭. তুলা রাশি :- এই রাশি এই মাসে পড়াশোনার ক্ষেত্রে শুভ ফল দেবে । তারই সাথে উচ্চশিক্ষার ক্ষেত্রেও শুভ ফল দেবে।

আরো পড়ুন :- সম্পত্তি বৃদ্ধি পেতে ও বিভিন্ন রোগ ও দুঃস্বপ্ন থেকে মুক্তি পেতে বালিশের মধ্যে রাখুন এই জিনিস

৮. বৃশ্চিক রাশি :- এই  রাশির পড়াশোনার ক্ষেত্রে বৃহস্পতির অবস্থান রয়েছে । ফলে শুভ ফল আশা করা যায় পড়াশোনার ক্ষেত্রে। তবে  উচ্চশিক্ষার ক্ষেত্রে মধ্যম।

৯. ধনু রাশি :- এই রাশি পড়াশোনার ক্ষেত্রের সঙ্গে শনির দৃষ্টি সম্পর্ক যুক্ত রয়েছে ফলে পড়াশুনোর ক্ষেত্রে মধ্যম ফল প্রাপ্তির সম্ভাবনা। আর শুভ উচ্চশিক্ষার ক্ষেত্র।

১০.মকর রাশি :- এই রাশির এই মাসে পড়াশোনার ক্ষেত্রে মিশ্র ফল প্রাপ্তির সম্ভাবনা রয়েছে । এই মাসের শেষ সপ্তাহে শুভ পরিবর্তন দেখা যাবে । আর  উচ্চশিক্ষার ক্ষেত্রে শুভ।

১১. কুম্ভ রাশি :- এই রাশি এই মাসে শিক্ষার ক্ষেত্র শুভ ফল দিলেও মানসিক সমস্যা দেবে। আর  উচ্চশিক্ষার ক্ষেত্রে শুভ।

১২. মীন রাশি :- এই রাশি এই মাসে শিক্ষার ক্ষেত্রে মাসের প্রথম অর্ধ মিশ্র ফল প্রাপ্ত হলেও পরবর্তী অর্ধে শুভ ফল প্রাপ্তির সম্ভাবনা। আর উচ্চশিক্ষার ক্ষেত্রে মধ্যম।

আরো পড়ুন :- মা লক্ষ্মীর কৃপা পেতে প্রতি বৃহস্পতিবার মা লক্ষ্মীকে এই জিনিস গুলো অৰ্পন করুন 

জ্যোতিষ সম্বন্ধিত আরো খবরের জন্য আমাদের চ্যানেল ফলো করুন 

—————————————————————————-

জ্যোতিষ শ্রী জয়দেব শাস্ত্রী

জ্যোতিষ সম্বন্ধিত আরো খবরের জন্য আমাদের ইউটিউব চ্যানেল ফলো করুন – Joydevsastri or 51kalibari

হস্তরেখা বিশারদ , ফেসরিডার , এছাড়া বিদ্যা , চাকরি , ব্যবসা, কর্ম , বিবাহ , প্রেম , বাস্তু , জটিল মামলা , স্বাস্থ্যে , শত্রু , অর্থনৈতিক সমস্যা , দাম্পত্য জীবনের সমস্যা যে কোনো প্রকার সমস্যার সমাধানের  জন্য যোগাযোগ করুন।

” কুষ্টি , ঠিকুজী , হস্তরেখা বিচারে সবার থেকে একটু অন্যরকম তাই প্রশংসিত ”

চেম্বার – মধ্যমগ্রাম , বাদুরোড , সারদাপল্লি , ৫১ কালীবাড়ি , কোলকাতা।

জ্যোতিষ শিক্ষা গ্রহণ করতে যোগাযোগ করতে পারেন।

ফোন – 9831498861 , 9830873691 ( অনলাইন  এর মাধ্যমেও যত্ন সহকারে প্রেডিকশন দেওয়া হয়)

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন