Bangla News Dunia, সারদা দে :-গতকাল ছিল ‘দ্য ডে অফ আনবর্ন বেবি ‘। এই দিনটি সেই সমস্ত শিশুদের জন্য উত্সর্গীকৃত যারা তাদের জন্মের আগে মারা যায়। ভারতবর্ষ সহ নানা দেশে গর্ভপাতের সংখ্যা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। অপুষ্টিজনিত কারণ ছাড়াও মায়ের শারীরিক সমস্যা কিংবা গার্হস্থ্য হিংসার কারণে অনেক সময় গর্ভপাতের ঘটনা ঘটে।
অনেক জায়গায় আবার ভ্রুন নির্ধারণ করার পরে জোর করে গর্ভপাত ঘটানো হয়। কিন্তু এই গর্ভপাতের ফলে যেসব শিশু দিনের আলো দেখা থেকে বঞ্চিত হয় তাদের কেউ মনে রাখে না। বিশেষ এই দিনে বিশ্বের বিভিন্ন শহরে সচেতনতামূলক কর্মসূচি পালিত হয়। যেখানে সাধারণ মানুষকে জন্মগত অধিকার সম্পর্কে সচেতন করা হয়।
আরো পড়ুন :- নানা পারিবারিক কলহে ভুগছেন ? মেনে চলুন কিছু উপায়
গর্ভধারণের মুহূর্ত থেকে প্রতিটি মানুষের মূল্য ও সম্মানের জন্য দিনটি পালিত হয়। ১৯৯৩ সালের ২৫ শে মার্চ থেকে দিনটি পালন করা হচ্ছে। গর্ভপাতের বিরুদ্ধে প্রচার করতে দেশগুলি এই দিনটি উদযাপন করে।
আরো পড়ুন :- আবার ছড়াচ্ছে হাইব্রিড করোনা সংক্রমণ ! দেখুন কি কি উপসর্গ দেখে চিনবেন ?
প্রাচীন ইতিহাস অনুযায়ী জন পল দ্বিতীয় এই দিনটিকে একটি ইতিবাচক দিন হিসেবে চিহ্নিত করে গেছেন। তার মতে, প্রতিটি পরিস্থিতিতে মানবিক মর্যাদার প্রতি সম্মান নিশ্চিত করতে দিনটি নির্ধারণ করা হয়েছে। এই দিনটি অনাগত শিশুদের সম্মানে পালন করা হয়।