জেনে নিন নতুন বছরটি আপনার কেমন যাবে , রাশিফল (পর্ব -১)

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia , পল্লব চক্রবর্তী :- জেনে নিন নতুন বছরটি আপনার কেমন যাবে । চৈত্র সংক্রান্তি পার করে শুরু নববর্ষ ১৪২৮। বাঙালীর নববর্ষ উদযাপন অন্য দিকে চলছে নবরাত্রির আসর। এই দুই উৎসবের মাঝে দেখা যাক, কোন রাশির জাতক জাতিকার ভাগ্যে কী রয়েছে।

এক নজরে নববর্ষে রাশিফল ——-

১. মেষ রাশি —- নতুন বছর শুরু হবে নতুন বাড়তি এক উদ্যমের সাথে। কোনও এক আত্মীয়ের কাছ থেকে শুভ সংবাদ পেতে পারেন। ঈশ্বরের ওপর আস্থা আরও বাড়বে। দাম্পত্য জীবনে প্রেম জমে উঠবে। মোটের উপর ভালো কাটবে।

rotno

২. বৃষ রাশি —- ব্যবসায়ীদের জন্য সময়টা শুভ। জীবনের গতির সঙ্গে তাল মিলিয়ে যদি নতুন কিছু করতে পারলে তার ফল মিলবে। নববর্ষে ভালো সময় আসতে চলেছে। আপনার কাজে আপনার অভিভাবকরা খুবই খুশি হবেন।

৩. মিথুন রাশি — ছোট ছোট মুহূর্ত থেকে কীভাবে আনন্দ খুঁজে পেতে হয়, তা এই সময়ই টের পাবেন। জীবনের বিশেষ মানুষটির সঙ্গে কথা বলে শান্তি পাবেন। নতুন বছরে চাকরির ভালো সুযোগ অপেক্ষা করে রয়েছে আপনার জন্য।

৪. কর্কট রাশি — এই বছর নতুন কিছু শুরু করতে চাইলে এটাই আসল সময়। প্রাইভেট কম্পানিতে কর্মরতদের জন্য সামনেই বেতন বৃদ্ধির সুযোগ রয়েছে। পরিবারের সঙ্গে ভালো সময় কাটবে। প্রেমের ক্ষেত্রেও শুভ সময়।

আরো পড়ুন :- জানুন , বাংলা নববর্ষে কোন রাশির জন্য কোন রত্ন হবে শুভ

৫. সিংহ রাশি —- সিংহ রাশির অধিপতি নক্ষত্র সূর্য তাই সময়টা আপনার অত্যন্ত শুভ। জটিল কোনও কাজে সাফল্য আসবে। সবার সঙ্গে ভালো ব্যবহার করুন, ভালো ব্যবহার পাবেন। উচ্চপদস্থদের থেকে সামান্য হলেও দূরত্ব বজায় রেখে চলুন। পিতৃস্থানীয় সদস্যের শরীর-স্বাস্থ্যের যত্ন নিন।

#Astro_Tips #New_Year 

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন