Bangla News Dunia, বাপ্পাদিত্য:- বাড়িতে বসেই বিজনেস শুরু করতে চাইছেন? তবে এই বিজনেস আইডিয়া (Business Idea) আপনার জন্য। বর্তমানে অনেকেই তুলনায় কম টাকায় বিজনেস শুরু করার আকাঙ্ক্ষা করে থাকেন। আপনার হাতে যদি থাকে মাত্র ২০০০ টাকা তাহলেই আপনি একটি নতুন ব্যবসা শুরু করতে পারবেন। অল্প টাকা বিনিয়োগ করে এই বিজনেস শুরু করা যায়। আর বিজনেস যদি একবার দাঁড়িয়ে যায়, তাহলে মাসে মাসে আয় পৌঁছে যাবে ৫০ হাজার টাকায়।
Low Investment Business Idea
যে ব্যবসার কথা বলা হচ্ছে সে ব্যবসা আপনি যেকোনো মরশুমে শুরু করতে পারবেন। সারা বছর কম বেশি চাহিদা থাকলেও উৎসবের সময় এই ব্যবসার ডিমান্ড বাড়ে। সবচেয়ে ভালো ব্যাপার হলো মহিলারা ঘরে বসে এই বিজনেস আরম্ভ করতে পারেন। অনেক গৃহবধূরা বর্তমানে সংসার সামলানোর পাশাপাশি ইনকাম করার চেষ্টা করতে থাকেন। তাঁদের জন্য এই ব্যবসা আদর্শ হবে।
এখন কথা হচ্ছে, কোন ব্যবসার কথা বলা হচ্ছে? বলা হচ্ছে, উপহারের ঝুড়ি তৈরির ব্যবসা। অনেকেই ঘর সাজাতে ভালবাসেন। আজকাল বিভিন্ন অনুষ্ঠানে উপহারের ঝুড়ি কিনতে পছন্দ করেন। তাছাড়া, হোলি, দীপাবলি, জন্মদিন ইত্যাদি অনুষ্ঠানে উপহারের ঝুড়ির প্রচুর চাহিদা রয়েছে।
কিভাবে এই ব্যবসা শুরু করবেন?
উপহারের ঝুড়ি বা গিফট বাস্কেটের ব্যবসা শুরু করতে হলে কয়েকটি উপকরণ কিনে আনতে হবে। যেগুলি দিয়ে আপনি ব্যবসা শুরু করতে পারবেন। এর জন্য আপনার খুব বেশি খরচ হবে না। মোটামুটি দুই থেকে পাঁচ হাজার টাকা খরচ করলেই হলো। যেহেতু বিভিন্ন ধরনের উপহার দেওয়ার জন্য ঝুড়ি তৈরি করা হয়। আর সেই উপহারগুলো ভালোভাবে প্যাক করে দেওয়া হয়, তাই আপনি বাড়িতে এই ঝুড়ি তৈরি করতে পারেন। আপনার ঝুড়ির দাম রাখুন লাভ রেখে।
ব্যবসা শুরু করার জন্য কি কি প্রয়োজন?
ব্যবসা শুরু করার জন্য আপনার যে যে জিনিসগুলি প্রয়োজন হবে সেগুলি হল উপহারের ঝুড়ি, ফিতে, প্যাকেজিং পণ্যের স্টিকার, মোড়ানোর কাগজ, কারুশিল্পের সামগ্রী, আলংকারিক করার জন্য সামগ্রী, এছাড়া দরকার হবে গয়নার টুকরো, কাপড়ের টুকরো, আঠা, কাঁচি, পাতলা তার, তারের কাটার, রঙিন টেপ, মার্কার পেন, কাগজের শ্রেডার, শক্ত কাগজের স্ট্যাপলার, ইত্যাদি। এই ব্যবসা আপনি বাড়িতে বসেই করতে পারবেন। এর জন্য আপনার কোন ভারী যন্ত্রপাতি লাগবে না।
কীভাবে তা বিক্রি করবেন?
উপহারের ঝুড়ি বিক্রি করতে হলে মার্কেটিং করতে হবে। এভাবে মার্কেটিং করলে আপনার প্রোডাক্ট সহজেই ক্রেতাদের কাছে পৌঁছবে। অফলাইন ছাড়াও অনলাইন ওয়েবসাইটেও এসব দ্রব্য বিক্রি করতে পারেন। তবে বাজার ধরার জন্য উপহারের ঝুড়ির দাম রাখতে হবে বাজার মূল্যের থেকে কিছুটা কম। তাহলে এই ব্যবসা রমরমিয়ে চলবে। ইনকাম হবে ঘরে বসেই।
উপসংহার: উপহারের ঝুড়ি অথবা গিফট বক্সের ব্যবসা করে বর্তমানে অনেকেই লাভবান হয়েছেন।তাই আপনিও কম বিনিয়োগে এই ব্যবসা করতে পারেন। কি ব্যবসা করার জন্য প্রয়োজনীয় তথ্য আজকের প্রতিবেদনে উল্লেখ করা হলো। আশা করা যায় আপনারা উপকৃত হবেন।
আরও পড়ুন:- LIC চালু করেছে দারুণ লাভজনক পেনশন স্কিম, বিস্তারিত জেনে নিন
আরও পড়ুন:- বাংলাদেশে ছাত্র আন্দোলনের ‘গরিব’ নেতাদের কোটি-কোটির ক্রিপ্টোকারেন্সি বিনিয়োগ, জানুন বিস্তারিত