Bangla News Dunia, বাপ্পাদিত্য:- কলকাতা সহ দক্ষিণবঙ্গে তাপমাত্রা বাড়তে চলেছে আগামী কয়েকদিনে, এমনটাই পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। সেইসঙ্গে রাজ্যের বেশ কিছু জেলায় এখনও বৃষ্টির সম্ভাবনার কথাও জানান হয়েছে। আজ থেকেই এই বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। কোন কোন জেলায়? চলুন জেনে নেওয়া যাক বাংলার বিভিন্ন প্রান্তের আবহাওয়া আপডেট।
আজ থেকে ফের বৃষ্টি
উত্তরবঙ্গের পার্বত্য এলাকায় বৃহস্পতিবার থেকে ফের বৃষ্টির সম্ভাবনা। হালকা তুষারপাতের সম্ভাবনা দার্জিলিং ও কালিম্পংয়ের উঁচু পার্বত্য এলাকায়। শুক্রবার বৃষ্টির সম্ভাবনা বেশি। শনিবার পর্যন্ত বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের উপরের দিকের জেলায়। বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার জেলায় বৃষ্টি হবে। শুক্রবার বৃষ্টির পরিমাণ বাড়বে। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও উত্তর দিনাজপুর জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। শনিবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলায়।
আরও পড়ুন:- পঞ্চায়েত প্রধান বাংলাদেশি নাগরিক, জানুন কোন জালিয়াতি সামনে এলো
দক্ষিণবঙ্গের আবহাওয়া
২৭ ফেব্রুয়ারি দক্ষিণবঙ্গের কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় আবহাওয়া শুষ্ক থাকবে। কোথাও কোনও বৃষ্টির সম্ভাবনা নেই। এদিকে সর্বনিম্ন ও সর্বোচ্চ তাপমাত্রাতেও বড় রকমের কোনও হেরফের আসবে না। দক্ষিণবঙ্গে আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই। সকালে হালকা কুয়াশা থাকবে উপকূলের জেলাগুলিতে। দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলার কিছু অংশে হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা। হাওয়া অফিস বলছে, ৫ মার্চ পর্যন্ত দক্ষিণবঙ্গে কোথাও আর বৃষ্টি হবে না। আবহাওয়া শুষ্কই থাকবে।
তাপমাত্রা বৃদ্ধির পূর্বাভাস
হাওয়া অফিস বলছে রাজ্যে আগামী ২৪ ঘণ্টায় তাপমাত্রা প্রায় একই রকম থাকবে। এরপর ক্রমশ তাপমাত্রা বাড়বে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী ২ দিনে তাপমাত্রা বাড়বে ২ থেকে ৩ ডিগ্রি। সপ্তাহের শেষে মার্চ মাসের শুরুতেই ৩/৪র ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে বলে অনুমান আবহাওয়াবিদদের। সর্বনিম্ন ও সর্বোচ্চ তাপমাত্রা দুটোই বাড়বে।
কলকাতার পরিস্থিতি
আলিপুর হাওয়া অফিস জানিয়েছে, আগামী পাঁচ দিনে তাপমাত্রা কমার সম্ভাবনা নেই। বরং সপ্তাহান্তে তাপমাত্রা বাড়তে পারে। এমনকি, মার্চ মাসের শুরুতে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াস ছুঁয়ে ফেলতে পারে বলে অনুমান আবহবিদদের। আবহাওয়া দফতর বলছে, সকালে মনোরম আবহাওয়া থাকবে তিলোত্তমা মহানগরীতে। আপাতত আগামী দিন কয়েক শহর কলকাতার তাপমাত্রায় বিশেষ হেরফের হবে না। তবে সপ্তাহের শেষের দিকে তিলোত্তমার সর্বোচ্চ তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াসের ওপরে চলে যেতে পারে। কলকাতায় আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২০.২ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে ০.১ ডিগ্রি বেশি।
আরও পড়ুন:- দারুন খবর! এই কার্ড থাকলেই মাসে মাসে পাবেন 3000 টাকা। আবেদন করুন এভাবে
আরও পড়ুন:- অষ্টম শ্রেণী পাশে রাজ্যের সরকারি হোস্টেলে কর্মী নিয়োগ চলছে! শীঘ্রই আবেদন করুন