জেল সুপারের কাছে ‘লিভ ইন’ করার আর্জি সাহিল-মুসকানের, জানতে বিস্তারিত পড়ুন

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- মেরঠের মার্চেন্ট নেভি অফিসার সৌরভ রাজপুত হত্যা মামলায় গ্রেফতার হয়েছে স্ত্রী মুসকান রাস্তোগি ও তার প্রেমিক সাহিল শুক্লা ৷ তাদের ঠিকানা জেল। সম্প্রতি, সরকারি আইনজীবী চেয়ে জেল সুপারকে চিঠি লেখে দুই অভিযুক্ত ৷ এবার সেই আইনজীবীদের কাছেই মুসকান ও সাহিলের দাবি, জেলের ভিতর একসঙ্গে থাকতে দিতে হবে ৷

মেয়ের কীর্তিতে ক্ষিপ্ত মুসকানের পরিবার ৷ জেলে মেয়ের সঙ্গে দেখাও করতে যাননি পরিবারের সদস্যরা ৷ এমনকী, তার হয়ে আইনি লড়াই করার বিষয়েও সায় নেই মুসকানের বাবা প্রমোদ রাস্তোগি ও মা কবিতার ৷ প্রায় একই অবস্থা সাহিলেরও ৷ তবে, জেলে তার সঙ্গে একবার দিদা দেখা করতে এসেছিলেন ৷ পরিবারের আর কাউকে দেখা যায়নি জেল চত্বরে ৷ এই পরিস্থিতিতে মামলা লড়াইয়ের জন্য সরকারি আইনজীবীর দাবি জানায় মুসকানরা ৷

মুসকান ও সাহিলের আবেদনের ভিত্তিতে আইনজীবী রেখা জৈন-সহ 4 আইনজীবীকে মামলা লড়ার দায়িত্ব দেওয়া হয় জেলা আইন কর্তৃপক্ষের তরফে ৷ শুক্রবার দুই অভিযুক্তের সঙ্গে দেখা করেন রেখা জৈনের নেতৃত্বে 4 আইনজীবীর দল ৷ জানা গিয়েছে, তাদের দ্রুত জামিনের ব্যবস্থার করা হোক বলে আবেদন জানায় দুই অভিযুক্ত ৷

আরও পড়ুন:- তৃণমূল নেতার বাবাকে খুনে কারাদণ্ড দলেরই-সহ 13 নেতা- নেত্রী কর্মীর, বিস্তারিত জানুন

সেই সঙ্গে জেল সুপার বীরেশ রাজ শর্মা জানান, জেলের ভিতরে তাদের ‘লিভ টুগেদার’এর ব্যবস্থা করা হোক বলে আইনজীবীদের কাছে আর্জি জানায় মুসকান ও সাহিল ৷ তিনি বলেন, “তাদের এই দাবি মানা হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন আইনজীবীরা ৷ ভারতীয় সংশোধনাগারের নিয়ম অনুযায়ী, বিবাহিত যুগলের ক্ষেত্রে জেলের ভিতরে 15 দিনে একবার দেখা করতে দেওয়ার নির্দেশ রয়েছে ৷ তবে, অবিবাহিত ছেলে ও মেয়েদের একসঙ্গে থাকতে দেওয়ার কোনও নিয়ম নেই ৷”

নিহত সৌরভ রাজপুতের সঙ্গে অভিযুক্ত মুসকানের প্রেম স্কুল বয়স থেকে ৷ পরিবারের ইচ্ছার বিরুদ্ধে গিয়ে মুসকানকে বিয়ে করেন সৌরভ ৷ শুধু তাই নয়, বিয়ের আগেও একাধিকবার পালিয়েও যায় তারা ৷ পরে সৌরভ মার্চেন্ট নেভিতে চাকরি পান। সৌরভ মুসকানকে ভালোবাসেন এ কথা ভেবেই তাঁর পরিবার মুসকানকে মেনেও নেয়। ছ’মাস শ্বশুরবাড়িতে থাকার পর, মুসকান পরিবারে ঝগড়া শুরু করে বলে অভিযোগ ৷ এমনকী পরিবারের লোকেদের জেলে পাঠানোরও হুমকি দেয়।

ঝগড়া বেড়ে যাওয়ায় সৌরভ এরপর বাড়ি ছেড়ে মুসকানকে নিয়ে ভাড়া বাড়িতে থাকতে শুরু করে ৷ সেখানেই 2019 সালে মেয়ে হয় তাঁদের ৷ 2023 সালে ফের সৌরভ চাকরির জন্য বিদেশ চলে যান। পুলিশের অনুমান, সেই সময়ে সাহিল শুক্লার সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ে মুসকানের ৷ পরে সাহিলের সঙ্গে পরিকল্পনা করেই সৌরভের হত্যা করে মুসকান ৷ খুনের পরিকল্পনা বেশ কয়েকদিন আগেই করা হয়েছিল ৷

মুসকানের বাবা কয়েক দিন আগে সংবাদমাধ্যমে বলেছিলেন, “সৌরভ-মুসকানের বিবাহ বিচ্ছেদ 2022 সালে হয়ে গেলে, আজ আমাদের এই সব দেখতে হত না ৷ সাহিলের কারণে মুসকান মাদকাসক্ত হয়ে উঠেছে ৷ সাহিল সবচেয়ে বড় অপরাধী ৷” সে সময় জেল সুপার জানিয়েছিলেন, মুসকান ও সাহিল দ্রুত জেল থেকে বেরিয়ে আসতে চায় ৷ পরিবারের ব্যাপারে কোনও কথা বলেন না দু’জনের কেউ ৷ এমনকী, মেয়ের কথাও মনে রাখেনি মুসকান ৷ একবারও জানতে চায়নি সে কোথায় আছে ! “

 

 

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন