Bangla News Dunia, Pallab : এসএসসি ভবনের সামনে আন্দোলনরত শিক্ষকদের মাঝে এলেন প্রাক্তন বিচারপতি তথা বিজেপি এমপি অভিজিৎ গঙ্গোপাধ্য়ায়। চাকরিহারাদের পাশে থাকার কথা বলে তিনি বক্তব্য রাখেন। সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে একের পর এক আক্রমণ করেন তিনি। সেখানে রীতিমতো বক্তব্য রাখেন তিনি। তবে বক্তব্যের মাঝেই তাঁকে পালটা শুনতে হয় গো ব্যাক স্লোগান।
আরও পড়ুন : চলে এলো নয়া Aadhar App, আর আধারের কপি রাখতে হবে না সঙ্গে। বিস্তারিত জেনে নিন
আইনের নির্দিষ্ট ধারা পড়ে শোনান তিনি। কেন স্কুল সার্ভিস কমিশন এখনও পর্যন্ত ওএমআর শিট পুরোপুরি প্রকাশ করছেন না সেই প্রশ্ন তোলেন তিনি। তিনি সাফ জানিয়ে দেন, কোনও অনুরোধ নয়, একেবারে নির্দিষ্ট দাবি করছি রাজ্য সরকারের কাছে।
তিনি বলেন, ১৮ নম্বর ধারা অনুসারে রাজ্য সরকার কী করতে পারে সেটা আপনাদের জানাতে চাই। আমরা দেখছি এসএসসি এখনও পর্যন্ত পুরো ওএমআর শিট পাবলিশ করেনি। আজ ২টো পর্যন্ত সময় দিয়েছিলাম। রাজ্য সরকারের কাছে দাবি জানাচ্ছি সেকশন ১৮ অনুসারে আগামী ২ ঘণ্টার মধ্য়ে একটা নির্দেশ পাঠান। যাতে বোঝা যাবে আপনাদের ওএমআর শিট প্রকাশের ক্ষেত্রে সদিচ্ছা আছে।
এরপর তিনি বলেন, আপনারা চুরি করেছে। আপনারা চোর। জোচ্চরদের রানি হচ্ছেন… এরপরই তিনি রাজ্যের মুখ্য়মন্ত্রীকে তীব্র আক্রমণ করেন।
আরও পড়ুন : কোন রাশির জন্য কোন রঙ পরা শুভ? জেনে নিন