জোড়া নিম্নচাপের কবলে বাংলা। কবে তৈরি হচ্ছে? কোথায় কেমন বৃষ্টি ? আবহাওয়ার লেটেস্ট আপডেট

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- ফের বৃষ্টির পূর্বাভাস থাকলেও অস্বস্তিকর গরম দক্ষিণবঙ্গে। এদিকে উত্তর বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে ঘূর্ণাবর্ত, সঙ্গে জোড়া নিম্নচাপের প্রভাব, ফলে বুধবার থেকেই কলকাতাসহ দক্ষিণের সব জেলায় শুরু হতে পারে বজ্রবিদ্যুৎ‑সহ ঝড়বৃষ্টি। আবহাওয়া দফতর জানিয়েছে, বৃহস্পতিবার দুর্যোগ আরও বাড়বে। কোথাও ভারী, কোথাও অতি ভারী বর্ষণ হতে পারে।

আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টার মধ্যে উত্তর বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে। এর প্রভাবে পরের ৪৮ ঘণ্টার মধ্যে ওই এলাকায় একটি নিম্নচাপের বলয় তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া, উপকূলীয় অন্ধ্রপ্রদেশ ও দক্ষিণ ওড়িশার ওপর এখন একটি উচ্চ বায়ুর ঘূর্ণাবর্ত রয়েছে। এটি প্রায় ৫.৮ কিমি উচ্চতা পর্যন্ত বিস্তৃত এবং দক্ষিণ-পূর্ব দিকে হেলে আছে।

এই নতুন নিম্নচাপ এবং সমুদ্র থেকে আসা প্রচুর জলীয় বাষ্পের কারণে ২৪ থেকে ২৮ জুলাই, ২০২৫ পর্যন্ত দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বিক্ষিপ্তভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

দক্ষিণের পরিস্থিতি
দক্ষিণ ২৪ পরগনা, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া ও পুরুলিয়ার জন্য ইতিমধ্যেই কমলা সতর্কতা জারি হয়েছে। বৃহস্পতিবার থেকে সমুদ্রে যাওয়া বন্ধ রাখতে বলা হয়েছে মৎস্যজীবীদের। নদীর জলস্তর বাড়বে, নিম্নাঞ্চলে জল ঢোকার আশঙ্কা প্রবল। শুক্রবারও অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম ও পুরুলিয়ায়। শনিবার হাওড়া, হুগলি, বর্ধমান পর্যন্ত ভারী বৃষ্টি ছড়িয়ে পড়বে। রবিবারও ঝাড়গ্রাম ও পুরুলিয়ায় বর্ষণ চলবে।

উত্তরবঙ্গের পরিস্থিতি
উত্তরবঙ্গে আপাতত বড় কোনও বিপদ নেই। তবে বিক্ষিপ্ত বৃষ্টি চলবে। শুক্রবার থেকে দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কালিম্পংয়েও ভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে।

বৃষ্টি বিদায় কবে?
আলিপুর হাওয়া অফিসের মতে, দক্ষিণবঙ্গে অন্তত রবিবার পর্যন্ত বৃষ্টির দাপট চলবে। কোথাও ভারী, কোথাও হালকা, তবে দক্ষিণের কোনও জেলা পুরোপুরি বৃষ্টিমুক্ত হবে না। সোমবার থেকে দুর্যোগ ধীরে ধীরে কমতে পারে, তবে মেঘলা আকাশ আর ছিটেফোঁটা বৃষ্টি চলতে পারে। অর্থাৎ রবিবারের আগে বৃষ্টি বিদায়ের সম্ভাবনা নেই।

আরও পড়ুন:- এখন থেকে ভিসা ছাড়াই ভারত থেকে যাওয়া যাবে ৫৯ টি দেশে, তালিকাত কোন কোন দেশ ? দেখে নিন

আরও পড়ুন:- বড় উদ্যোগ কেন্দ্রের। ১০ গ্রাম হলমার্ক যুক্ত সোনা পাবেন ৪০ হাজার টাকারও কমে।

 

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন