Bangla News Dunia, Pallab : গেরুয়া শিবিরে শুরু হয়েছে জেপি নাড্ডার উত্তরাধিকার খোঁজ। সূত্র মারফৎ জানা গেছে, আগামী মাসের মধ্যে সর্ব ভারতীয় সাধারণ সভাপতি (BJP National President) কে হবেন তাঁর নাম ঘোষণা করবে বিজেপি। তবে কার মাথায় এই মুকুট উঠতে চলেছে, তা নিয়ে টু শব্দ করেনি পদ্ম শিবির।
আরও পড়ুন : RBI-এর বড় ঘোষণা, ব্যাঙ্ক থেকে ২৫ হাজার টাকার বেশি তোলা যাবে না !
ইতিমধ্যেই শেষ হয়েছে সর্বভারতীয় সভাপতি পদের মেয়াদ। মেয়াদ শেষ হলেও এখনও পর্যন্ত এই পদের দায়িত্ব সামলাচ্ছেন নাড্ডাই। কিছুদিন আগে বলা হয়েছিল, ফেব্রুয়ারি মাসেই নতুন সর্বভারতীয় সভাপতির নাম ঘোষণা করবে বিজেপি। কিন্তু এখন জানানো হয়েছে মার্চে জানা যাবে কে হচ্ছেন নতুন সভাপতি? কোন কারণে নতুন সভাপতি বেছে নিতে এত সমস্যা হচ্ছে মোদি বাহিনীর? বিজেপির সাংগঠনিক নিয়মানুসারে, যতক্ষণ না পর্যন্ত রাজ্য সভাপতি নির্বাচনের কাজ শেষ হবে, ততক্ষণ পর্যন্ত সর্বভারতীয় সভাপতি নির্বাচনের কাজে হাত লাগানো যাবে না।
আরও পড়ুন : ২ বছরের জন্য সিম কার্ড বন্ধ হবে, নতুন নিয়ম চালু !
এদিকে, সভাপতি পদে নাড্ডা থাকাকালীন দীর্ঘ ২৭ বছর পর দিল্লির (Delhi) কুর্সি দখল করেছে বিজেপি। বিজেপি শিবির চাইছে নাড্ডার মতো কোনও শক্তিশালী নেতা এই দায়িত্ব নিক। তাই সময় নিয়ে তাঁরই খোঁজ শুরু হয়েছে পদ্ম শিবিরে (BJP)।