Bangla News Dunia, বাপ্পাদিত্য:- ৫ ফেব্রুয়ারি দিল্লিতে ভোট। ৮ ফেব্রুয়ারি ফল ঘোষণা। তার মাত্র ৫ দিন আগে, শুক্রবার (৩১ জানুয়ারি), একের পর এক ‘ইস্তফা-বোমা’য় ঝাঁঝরা আম আদমি পার্টি। বিধায়ক পদ এবং দলের প্রাথমিক সদস্যপদ থেকে ইস্তফা দিলেন কেজরিওয়ালের পার্টির সাত-সাত জন বর্তমান বিধায়ক। ইস্তফার কারণ হিসেবে এই নেতারা কেজরির উপর থেকে আস্থা চলে যাওয়া, মূল আদর্শ থেকে দলের সরে আসার মতো নানা কারণ দেখিয়েছেন। তবে মজার বিষয় হলো, আসন্ন বিধানসভা নির্বাচনে আপের প্রার্থী তালিকা থেকে এই সাত বিধায়কই বাদ পড়েছিলেন।
আপকে বিদায় জানানো এই সাত বিধায়ক হলেন, পালামের বিধায়ক ভাবনা গৌর, মেহরৌলির নরেশ যাদব, জনকপুরীর রাজেশ ঋষি, কস্তুরবা নগরের মদন লাল, ত্রিলোকপুরীর রোহিত মেহরৌলিয়া, বিজওয়াসনের ভূপিন্দর সিং জুন এবং আদর্শ নগরের পবন শর্মা। এঁরা অন্য কোনও দলে যোগ দিচ্ছেন কি না, সেই বিষয়টি এখনও স্পষ্ট নয়। কেউই এই বিষয়ে মুখ খোলেননি।
পালাম আসনে, ভাবনা গৌরের বদলে এ বার যোগিন্দর সোলাঙ্কিকে প্রার্থী করেছে আপ। একইভাবে, মেহরৌলিতে নরেশ যাদবের পরিবর্তে আপ প্রার্থী মহেন্দ্র চৌধুরী। জনকপুরীতে এ বারের আপ প্রার্থী প্রবীণ কুমার। কস্তুরবা নগরে মদন লালের বদলে আপ প্রার্থী রমেশ পালোয়ান। ত্রিলোকপুরীর বর্তমান বিধায়ক রোহিত মেহরাউলিয়ার বদলে প্রার্থী হয়েছেন রোহিত কুমার। আদর্শ নগর আসনে পবন শর্মাকে বাদ দিয়ে আপ প্রার্থী করেছে মুকেশ গোয়েলকে। বিজওয়াসনে প্রার্থী করা হয়নি ভূপিন্দর সিং জুনকে। বদলে প্রার্থী হয়েছে সুরেন্দ্র ভরদ্বাজ।
পালমের বিধায়ক ভাবনা গৌর, আপ নেতা অরবিন্দ কেজরিওয়ালকে চিঠি লিখে জানিয়েছেন কেজরিওয়াল এবং আপ-এর প্রতি আস্থা হারিয়ে ফেলেছেন বলেই তিনি দল ছাড়ছেন। নরেশ যাদবের দাবি, যে আদর্শ নিয়ে আম আদমি পার্টি প্রতিষ্ঠা হয়েছিল, তা থেকে বিচ্যুত হয়েছে দল। দিল্লি বিধানসভা নির্বাচনের মাত্র পাঁচদিন আগে এই সাত বিধায়কের ইস্তফা নিঃসন্দেহে অরবিন্দ কেজরিওয়ালের পক্ষে একটা বড় ধাক্কা। এ বার তিনি কী ভাবে সেই ধাক্কা সামলান, সেটাই দেখার।
আরও পড়ুন:– ডিভোর্স তো শুনেছেন, গ্রে ডিভোর্স শুনেছেন কি, এই ডিভোর্স এখন বাড়ছে
আরও পড়ুন:– ময়না-তদন্ত, ডেথ সার্টিফিকেট ছাড়াই দেহ পাঠাচ্ছে ইউপি! বিপাকে পরিজন













