Bangla News Dunia, অজয় দাস :- প্রতি বছর ভারতকে বিদেশ থেকে জ্বালানি তেল কিনতে কয়েকশো বিলিয়ন ডলার খরচ করতে হয়। তারই মধ্যে কাঁচাতেল উৎপাদন কারী দেশ গুলি নিজেদের মধ্যে গ্রুপ বানিয়ে , নিজেদের ইচ্ছে মতো কাঁচাতেলের দাম নিয়ন্তন করে থাকে। ফলে হঠাৎ করে দেশের আর্থিক পরিকল্পনায় বাঁধা দেখা দেয়। এই সমস্যা থেকে বেরোতে ও কাঁচাতেলের উপর নির্ভরতা কমাতে আগেই পদক্ষেপ নেয়া শুরু করে দিয়েছিলো ভারত সরকার। শুধু ভারত সরকার নয় বিশ্বের বিভিন্ন দেশ কাঁচা তেলের উপর নির্ভরতা কমাতে সোলার এনার্জি , হাইড্রো এনার্জি , নিউক্লিয়ার এনার্জি উপর জোর দিচ্ছে।
আরো পড়ুন :- করোনার পরে আরো এক বিরাট বিপদ মানুষের মাথার উপরে !
এবার আরো একবার ভারত সরকারের পক্ষ থেকে কাঁচাতেলের উপর নির্ভরতা কমানোর জন্য বিরাট পদক্ষেপ নিলো ভারত সরকার। যাতে করে ভারতের অর্থ ভারতের মধ্যেই থাকে। ভারত সরকার হাইড্রোজেন ফুয়েল এর উপর জোর দিয়েছে। যাতে করে হাইড্রোজেন ফুয়েলের সাহায্যে গাড়ি চালানো যায় ও দেশের এনার্জির চাহিদা পূরণ করা যায়।
সেই অনুযায়ী ভারত সরকার জাপানের সাথে যৌথ ভাবে এই টেকনোলজির উপর কাজ করতে চলেছে। এই হাইড্রোজেন ফুয়েল টেকনোলজি সর্বপ্রথম জাপানেই আবিষ্কার করা হয়। এই টেকনোলজির বিকাশে জাপান অনেকটাই এগিয়ে রয়েছে। তবে ভারত জাপানের সাথে মিলে এই টেকনোলজির উপর কাজের গতি বাড়াতে চলেছে। যাতে করে এই টেকনোলজি সম্পূর্ণ ভাবে আবিষ্কার হলে ভারতের হাতে ওই টেকনোলজি থাকে।
এই টেকনোলজির বিকাশের জন্য ভারত সরকার আগেই ‘ন্যাশনাল হাইড্রোজেন এনার্জি কমিশনের’ গঠন করেছে। এই হাইড্রোজেন এনার্জি , জ্বালানির একটি সস্তা স্রোত হতে পারে আর এরই সাথে এটি একটি স্বচ্ছ এনার্জির স্রোত ও , ভারত সরকার আগেই ঘোষণা করেছে যে ভারত সরকার ২০৩০ সালের মধ্যে দেশের সব গাড়ি ক্লিন এনার্জিতে চালাতে বদ্ধ পরিকর।
আরো পড়ুন :- করোনা পরিস্থিতিতে ভারতের হয়ে বিশ্বকে বিরাট বার্তা দিলো ইউরোপিয়ান ইউনিয়ন
আরো খবরের জন্য আমাদের চ্যানেল ফলো করুন
বিশেষ বিজ্ঞপ্তি :- বর্তমান সময়ে আমরা সকল দেশ বাসি করোনা মহামারীর মধ্যে দিয়ে যাচ্ছি। দেশে করোনা মারাত্মক আকার ধারণ করেছে। এই অবস্থায় নিজের ও নিজের পরিবারের খেয়াল রাখুন। প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বেরোবেন না। আপনার সময় আসলে ভ্যাকসিন নিন। এতে করোনা থেকে মুক্তি পাবেন। ভয় পাবেন না নিয়ম মেনে চলুন। নিজে সুস্থ থাকুন ও অপরকে সুস্থ রাখুন। একদিন খারাপ সময় কেটে গিয়ে ভালো সময় আসবে।
আরো পড়ুন :- ভারতকে আমেরিকা কতটা শক্তিশালী দেশ মনে করে ? সেই রিপোর্ট আসলো সামনে