Bangla News Dunia, Pallab : শেষবার জ্যাভলিনের ময়দানে ভারত-পাকিস্তান দ্বৈরথ দেখা গিয়েছিল প্যারিস অলিম্পিকে। যদিও আসন্ন সাইলেসিয়া ডায়মন্ড লিগে খেলার জন্য নাম নথিভুক্ত করেছিলেন ভারতের সোনার ছেলে নীরজ চোপড়া এবং পাকিস্তানের আর্শাদ নাদিম। কিন্তু আগামী ১৬ অগাস্ট অনুষ্ঠিত হতে চলা সেই প্রতিযোগিতা থেকে নাম তুলে নিয়েছেন নীরজ এবং আর্শাদ দুজনেই। ফলে আপাতত জ্যাভলিনের মাঠে দেখা যাবে না ভারত-পাক লড়াই।
আরও পড়ুন : ভারতের উত্থান সহ্য করতে পারছেন না ! ট্রাম্পকে কটাক্ষ করলেন রাজনাথ
প্রসঙ্গত, গত মাসে লন্ডনে পায়ে অস্ত্রপচার হয় নাদিমের। তারপর থেকেই নাদিমের এই প্রতিযোগিতায় খেলা অনিশ্চিত হয়ে পড়েছিল। এই প্রসঙ্গে তাঁর কোচ জানিয়েছিলেন, অনেকদিন ধরেই এই চোট ভোগাচ্ছিল নাদিমকে। তিনি এও জানিয়েছিলেন যে, সেপ্টেম্বরে টোকিওতে অনুষ্ঠিত হতে চলা বিশ্ব চ্যাম্পিয়নশিপের প্রস্তুতি নেওয়াই আপাতত নাদিমের প্রধান লক্ষ্য। ফলত, তিনি যে সাইলেসিয়া ডায়মন্ড লিগে নাও খেলতে পারেন এমন সম্ভাবনা আগেই তৈরি হয়েছিল। কিন্তু নীরজ কেন এই প্রতিযোগিতা থেকে নাম প্রত্যাহার করে নিলেন সেই বিষয়ে এখনও স্পষ্টভাবে কিছু জানা যায়নি। তবে আশা করা হচ্ছে আসন্ন বিশ্ব চ্যাম্পিয়নশিপে মুখোমুখি হতে পারেন এই দুই খেলোয়াড়।
প্রসঙ্গত, পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পর থেকেই পারস্পারিক সম্পর্কে চূড়ান্ত অবনতি ঘটেছে ভারত-পাকিস্তানের। নিজের আয়োজিত প্রতিযোগিতায় নাদিমকে আমন্ত্রণ জানিয়ে সমালোচনার মুখে পড়তে হয়েছিল নীরজকে। সেই আবহেই জুলাইয়ে সাইলেসিয়া ডায়মন্ড লিগের আয়োজকেরা জানিয়েছিলেন জ্যাভলিনের ময়দানে নীরজ বনাম নাদিমের লড়াইয়ের কথা। কিন্তু এবার দুজন খেলোয়াড়ই প্রতিযোগিতা থেকে নাম তুলে নেওয়ায় সেই সম্ভাবনা আর রইল না।
আরও পড়ুন : সাবধান! স্মার্টফোন চার্জে দেওয়ার সময় এই ভুল করবেন না, ফোন Dead হয়ে যায়