Bangla News Dunia, জ্যোতিষ ভারতী শ্রী নিলাদ্রী মিশ্র :- জ্যোতিষ শাস্ত্র মোতে উচ্চশিক্ষা জন্ম ছকের সাথে যুক্ত। প্রতিটি রাশির নবম ঘরে এটি। সূর্য , বৃহস্পতি ও বুধ এই গ্রহ গুলি এর সাথে স্পষ্ঠ ভাবে যুক্ত। বৃহস্পতি যদি সহায়ক বা পরামর্শদাতা না হয় তবে উচ্চশিক্ষায় সাফল্য পাওয়া কঠিন হয়ে পরে। বৃহস্পতি এই কাজকে সহজ করে তোলে। বৃহস্পতির আশীর্বাদ পাবার জন্য প্রতিটি মানুষকে শৃঙ্খলাবদ্ধ ও বাধ্য থাকা উচিত।
প্রতিটি মানুষের উচ্চশিক্ষা ও সাফল্যে ভালো ফলের জন্য সূর্যের দুর্দান্ত অবদান রয়েছে। এছাড়া প্রশাসন ও ব্যাবস্থাপনার সাথে ও সূর্যের ভালো সম্পর্ক রয়েছে। প্রতিটি শিক্ষাথীর ভালো ফলের জন্য প্রতিদিন সূর্যকে পুজো করা উচিত। সূর্য আবার ভগবান বিষ্ণুর সাথে সম্পর্কিত। ভগবান বিষ্ণু হলেন জগৎ পালক।
আরো পড়ুন :- বাড়িকে কু-নজর থেকে মুক্ত রাখতে , মানুন বাস্তুর এই সহজ টোটকা
প্রতিদিন সূর্যকে পুজো করলে ও অর্ঘ্য অর্পণ করলে ভগবান বিষ্ণুর কৃপা পাওয়া সম্বভ। ভগবান বিষ্ণুর প্রতি নিষ্ঠার ফলে সূর্যদেব সন্তুষ্ট হন। প্রতিটি শিক্ষাথীর উচিত নিজের শিক্ষার প্রতি ও বৃহস্পতির প্রতি আস্থা রাখা।
অপর দিকে বুধের বিচক্ষণতা ও কৌশল উচ্চশিক্ষায় একটি ফ্যাক্টর হতে পারে। যাদের বুধ শক্তিশালী তারা প্রতিটি বিষয়কে খুব সহজে বুঝতে পারেন। গণেশের উপসনা করলে ও বুধ শক্তিশালী হয়। তাই যাদের বুধ দুর্বল তারা গণেশের উপাসনা করতে পারেন। বুধের ফলে উচ্চশিক্ষায় সহপাঠিদের সাথে সুসম্পর্ক স্থাপিত হয়।
আরো পড়ুন :- জীবনের প্রতি পদে বাঁধা ? এই টোটকা মেনে কাটিয়ে উঠুন সমস্যা
জ্যোতিষ সম্বন্ধিত আরো খবরের জন্য আমাদের চ্যানেল ফলো করুন
—————————————————————————
জ্যোতিষ ভারতী শ্রী নিলাদ্রী মিশ্র
বাস্তু , বিবাহ , ব্যবসা , মাঙ্গলিক দোষ , শত্রুদমন , ভাগ্য বিচার , কুষ্টি বিচার , চাকরি , প্রেম , কালসর্প দোষ , গ্রহণ দোষ , শনির সাড়েসাতি যে কোনো সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন।
চেম্বার – মহিষাদল, হলদিয়া, ডেবরা , খড়গপুর, মেদিনীপুর, কোলকাতা
ফোন – 7908533644 , 9933929211 , 6291733349 ( অনলাইন এর মাধ্যমেও যত্ন সহকারে প্রেডিকশন দেওয়া হয়)