Bangla News Dunia , শ্রী জয়দেব শাস্ত্রী :- সকলেই চায় নিজের একটি বাসস্থান হোক । প্রত্যেক মানুষেরই নিজের বাড়ি সম্বন্ধে নানা রকম আকাঙ্ক্ষা থাকে। প্রত্যেকের আকাঙ্ক্ষা ও তার চাহিদা স্বতন্ত্র। কিন্তু একটি বিষয়ে সকলের চাহিদা বা আকাঙ্ক্ষা একই— বাড়ি যেন শুভ হয়। বাড়ির এই শুভত্ব বিভিন্ন বিষয়ের উপর নির্ভর করে। যেমন বাড়িটি যেন বাস্তুশাস্ত্র মতে তৈরি হয় বা বাস্তু দোষ না থাকে।
জ্যোতিষ শাস্ত্র মতে , বাড়ি নির্মাণ শুরু করার সময় গ্রহের অবস্থানগত বিষয়ের উপর নজর বা গুরুত্ব দেওয়া প্রয়োজন। যেমন সূর্য বা রবির, চন্দ্রের, বৃহস্পতি এবং শুক্রের অবস্থানের উপর বিশেষ নজর বা গুরুত্ব দেওয়া প্রয়োজন। এই গ্রহ গুলির অবস্থানের উপর বিচার করে বাড়ি তৈরী করলে শুভ ফল পাওয়া যায়। আর তা না হলে অশুভ হয়।
আরো পড়ুন :– রাতে ঘুমোতে যাওয়ার আগে পালন করুন এই সহজ টোটকা , দুর্ভাগ্য পরিণত হবে সৌভাগ্যে
রবি :- রবি আমাদের সৌরজগতের কেন্দ্র। গৃহ নির্মাণের সময় রবির অবস্থান গৃহের প্রধানের উপর প্রভাব ফেলে। গৃহ নির্মাণ শুরুর সময় রবি দুর্বল অবস্থা বা দুর্বল ভাবে অবস্থান করলে গৃহ প্রধানের শরীর এবং উন্নতির উপর প্রভাব ফেলে। নির্মাণ কার্য শুরুর সময় রবির চতুর্থ, অষ্টম এবং দ্বাদশ রাশিতে অবস্থান এবং নীচ রাশিতে (তুলা রাশিতে) অবস্থান অশুভ।
চন্দ্র :- চন্দ্র গ্রহ বাড়ির গৃহিণীর উপর প্রভাব ফেলে। নির্মাণ কালে দেখতে হবে যেন চন্দ্র নীচ রাশিতে (বৃশ্চিকে) অবস্থান না করে। অমাবস্যা তিথিতে চন্দ্র দুর্বল থাকে। দুর্বল বা নীচস্ত চন্দ্রের সময় গৃহ নির্মাণ শুরু করলে গৃহিণীর শরীরের উপর কুপ্রভাব ফেলে।
বৃহস্পতি :- বৃহস্পতি সন্তানের কারক। গৃহ নির্মাণকালে লক্ষ্য রাখা প্রয়োজন বৃহস্পতি যেন নীচ রাশিতে (মকরে) অবস্থান না করে বা রবির সাথে এক রাশিতে অবস্থান না করে। দুর্বল বা নীচস্ত বৃহস্পতির কালে গৃহ নির্মাণ শুরু করা বা নির্মিত গৃহে অবস্থান করলে সন্তানের স্বাস্থ্যে এবং পড়াশোনার উপর অশুভ প্রভাব পরে।
শুক্র :- শুক্র আমাদের সম্পদের কারক। বাড়ি নির্মাণ শুরুর কালে বিশেষ সচেতন হওয়া প্রয়োজন। শুক্র যেন নীচস্ত রাশি (কন্যা)-তে অবস্থান না করে এবং সূর্যের সঙ্গে এক রাশিতে বা সূর্যের খুব কাছে অবস্থান না করে এটাও দেখতে হবে । নীচস্ত বা দুর্বল শুক্রের অবস্থান কালে নির্মিত বা নির্মাণ কার্য শুরু করা গৃহে বসবাসে গৃহ কর্তার এবং গৃহে বসবাসকারী সদস্যদের সম্পদ এবং আয়ের উপর কুপ্রভাব পড়ে।
আরো পড়ুন :- এই রাশি গুলির মানুষরা এই রত্ন ধারণ করলে প্রচুর ধন-সম্পত্তির মালিক হওয়া সম্বভ
জ্যোতিষ সম্বন্ধিত আরো খবরের জন্য আমাদের চ্যানেল ফলো করুন
—————————————————————————-
জ্যোতিষ শ্রী জয়দেব শাস্ত্রী
জ্যোতিষ সম্বন্ধিত আরো খবরের জন্য আমাদের ইউটিউব চ্যানেল ফলো করুন – Joydevsastri or 51kalibari
হস্তরেখা বিশারদ , ফেসরিডার , এছাড়া বিদ্যা , চাকরি , ব্যবসা, কর্ম , বিবাহ , প্রেম , বাস্তু , জটিল মামলা , স্বাস্থ্যে , শত্রু , অর্থনৈতিক সমস্যা , দাম্পত্য জীবনের সমস্যা যে কোনো প্রকার সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন।
চেম্বার – মধ্যমগ্রাম , বাদুরোড , সারদাপল্লি , ৫১ কালীবাড়ি , কোলকাতা।
জ্যোতিষ শিক্ষা গ্রহণ করতে যোগাযোগ করতে পারেন।
ফোন – 9831498861 , 9830873691 ( অনলাইন এর মাধ্যমেও যত্ন সহকারে প্রেডিকশন দেওয়া হয়)