Bangla News Dunia , জ্যোতিষ ভারতী শ্রী নীলাদ্রি মিশ্র :- গ্রহদের রাজকুমার বুধ আর শুক্রের যুতিতে সিংহ রাশিতে তৈরি হয়েছে শুভ লক্ষ্মী-নারায়ণ রাজযোগ। জ্যোতিষ শাস্ত্র অনুসারে একাধিক রাশির যুতিতে তৈরি হওয়া এই লক্ষ্মী নারায়ণ যোগের হাত ধরে বহু রাশি লাভের মুখ দেখে। দেখে নেওয়া যাক, এই যোগের ফলে কোন কোন রাশি লাভের মুখ দেখতে চলেছে ।
আরো পড়ুন :- আগস্ট মাসে তৈরি হচ্ছে একাধিক রাজযোগ ! ভাগ্য বদলে যাবে ৪টি রাশির
গত ২৫ জুলাই বুধ প্রবেশ করেছে সিংহ রাশিতে। আর সেই সিংহ রাশিতে আগে থেকেই ছিল শুক্র। ফলে তৈরি হয়েছে দুই গ্রহের যুতি। আর সেই দুই গ্রহের যুতিতে তৈরি হয়েছে লক্ষ্মীনারায়ণ শুভ যোগ। যার ফলে বহু রাশি আগামী ৭ আগস্ট পর্যন্ত শুভ ফল পাবেন।
মেষ রাশি :- এই সময় আপনাদের কোনও সুপ্ত ইচ্ছা পূরণ হয়ে যেতে পারে। বহু স্বপ্ন এই সময় আপনার পূরণ হতে পারে। বুধ গ্রহ আপনার জীবনে দারুন শুভ সময় নিয়ে আসতে চলেছে।
মিথুন রাশি :- লক্ষ্মী নারায়ণ যোগ কোনও আশীর্বাদের চেয়ে কম নয় মিথুন রাশির জন্য। আর্থিক পরিস্থিতি এই সময় আগের থেকে অনেকটাই ভালো হবে। কোনও অর্থ সম্পর্কিত কাজ হবে এই সময়।
তুলা রাশি :- এই সময় আর্থিক দিক থেকে আপনি সমৃদ্ধ অনুভব করতে পারেন। তুলা রাশির জন্য শুক্র আর বুধের যুতি দারুন শুভ হতে চলেছে । এই সময় মান সম্মান বৃদ্ধি হবে। বিনিয়োগের জন্য এই সময় খুবই অনুকূল।
বৃশ্চিক রাশি :- লক্ষ্মী নারায়ণ যোগের প্রভাবে মা লক্ষ্মীর সঙ্গত খুবই উপকার দেবে এই রাশির। বৈবাহিক জীবন খুবই খুশির হবে। সঙ্গীর সঙ্গে দারুন ভালো সময় কাটবে। আপনার কাজের প্রশংসা সব দিক থেকে হবে। এই সময় ধনলাভের প্রবল যোগ দেখা যাবে।
আরো পড়ুন :- পুষ্য নক্ষত্রে প্রবেশ করছেন সূর্য ! ভাগ্য ফিরবে বেশ কিছু রাশির
আরো পড়ুন :- শুরু হয়েছে “পুরুষোত্তম মাস” ! জীবনে সাফল্য পেতে মেনে চলুন কিছু টিপস
আরো পড়ুন :- বছরের শেষ ছয় মাস ভাগ্য খুলবে বেশ কিছু রাশির ! দেখুন রাশি অনুযায়ী তথ্য
আরো পড়ুন :- বাস্তু মতে ঘুমনোর সময় মাথার কাছে রাখুন কিছু জিনিষ, বদলে যাবে আপনার জীবন
আরো পড়ুন :- দাম্পত্য অশান্তিতে জর্জরিত ? দাম্পত্য অশান্তি দূর করুন খুব সহজে
জ্যোতিষ সম্বন্ধিত আরো খবরের জন্য আমাদের চ্যানেল ফলো করুন
————————————————————————
জ্যোতিষ ভারতী শ্রী নিলাদ্রী মিশ্র
বাস্তু , বিবাহ , ব্যবসা , মাঙ্গলিক দোষ , শত্রুদমন , ভাগ্য বিচার , কুষ্টি বিচার , চাকরি , প্রেম , কালসর্প দোষ , গ্রহণ দোষ , শনির সাড়েসাতি যে কোনো সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন।
চেম্বার – কোলকাতা , ব্যারাকপুর , খড়গপুর , হলদিয়া , মহিষাদল , ডেবরা , মেদিনীপুর
ফোন – 7384311482 , 7908533644 , 9933929211 , 6291733349 ( অনলাইন এর মাধ্যমেও যত্ন সহকারে প্রেডিকশন দেওয়া হয়)