জ্যোতিষ মতে , বৈশাখ মাসে জন্মানো ব্যাক্তিরা কেমন হয় জানুন

By Bangla News Dunia Dinesh

Published on:

Bangla News Dunia, জ্যোতিষ ভারতী শ্রী নিলাদ্রী মিশ্র :-  জ্যোতিষ শাস্ত্র মতে , কোনো জাতক জাতিকার জন্ম মাস তার ব্যাক্তিত্ব ও ভাগ্য নির্ধারণে সাহায্য করে। জ্যোতিষ শাস্ত্র মতে , জন্মবার , জন্মসময় , জন্মমাস দেখে কোনো জাতক ও জাতিকার ভাগ্য সমন্ধে বলে দেওয়া যায়।  চলুন দেখে নেওয়া যাক বৈশাখ মাসে জন্মানো মানুষরা সাধারণত কেমন হয়ে থাকেন।

বৈশাখ মাসে জন্মানো ব্যাক্তিরা সর্বদা ভেবে চিন্তে কথা বলেন। এই মাসে জন্মানো ব্যাক্তিদের সর্বদা কম বয়সে বিবাহের যোগ দেখতে পাওয়া যায়। এদের জীবনে প্রতিষ্ঠিত হতে হার ভাঙা খাটুনি খাটতে হয়। এরা কোনো কারণেই অমর্যাদাপূর্ণ কাজ করেন না। এরা নিজেদের চেয়ে কম সামাজিক মর্যাদাপূর্ণ মানুষদের সাথে মেলামেশা করতে ভালো বাসেন।

আরো পড়ুন :- জ্যোতিষ মতে , নতুন বর্ষে আর্থিক উন্নতির জন্য মেনে চলুন এই নিয়ম গুলি

এই মাসে জন্মানো মানুষরা খুবই ভদ্র স্বভাবের হয়ে থাকেন। এদের মধ্যে পরিচালন ক্ষমতা থাকে। এদের বিবাহিত জীবনে মানষিক অশান্তি দেখতে পাওয়া যায়।  এরা জনসাধারণের থেকে অপমানিত হয়ে থাকেন। বেশিরভাগ ক্ষেত্রেই এদের জীবনের প্রথম ভাগ অতি কষ্টের মধ্যে দিয়তে কাটে। এই মাসে  জন্মানো মানুষরা বন্ধুত্ব করতে খুবই পছন্দ করেন। এরা কোনো কাজ করার আগে খুব ভালো ভাবে চিন্তা ভাবনা করে তবেই সিদ্ধান্ত নেন।

niladri misra

এই মাসে জন্মানো মানুষরা জনসাধারণের মধ্যে থেকে কাজ করতে পছন্দ করেন। এই মাসে জন্মানো জাতক – জাতিকাদের মানষিকতা খুবই উদার প্রকৃতির হয়ে থাকে। এরা জীবনের মধ্যে ভাগ থেকে পরিস্থিতি সামলে নিয়ে উন্নতি করতে শুরু করে। এই মাসে জন্মানো মানুষরা নিজেদের কাজ গোপন রাখতে বেশি পছন্দ করেন। যাদের যদি গ্রহদোষে থাকে তবে বিলাসিতার কারণে প্রচুর অর্থ অপচয় করে থাকেন।

আরো পড়ুন :- মঙ্গলবার জন্মানো মানুষরা কেমন হয় জানুন

জ্যোতিষ সম্বন্ধিত আরো খবরের জন্য আমাদের চ্যানেল ফলো করুন 

—————————————————————————

জ্যোতিষ ভারতী শ্রী নিলাদ্রী মিশ্র

বাস্তু , বিবাহ , ব্যবসা , মাঙ্গলিক দোষ , শত্রুদমন , ভাগ্য বিচার , কুষ্টি বিচার , চাকরি , প্রেম , কালসর্প দোষ , গ্রহণ দোষ , শনির সাড়েসাতি যে কোনো সমস্যার সমাধানের  জন্য যোগাযোগ করুন।

চেম্বার – মহিষাদল, হলদিয়া, ডেবরা , খড়গপুর, মেদিনীপুর, কোলকাতা

ফোন – 7908533644 , 9933929211 , 6291733349  ( অনলাইন  এর মাধ্যমেও যত্ন সহকারে প্রেডিকশন দেওয়া হয়)

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন