ঝগড়ার জেরে ৮ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী’কে গলা টিপে খুন ! গ্রেপ্তার স্বামী

By Bangla News Dunia Dinesh

Published on:

Bangla News Dunia , দীনেশ : ঝগড়ার জেরে আটমাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে গলা টিপে খুন করলেন স্বামী। অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমের পিএম পালেমের উদা কলোনিতে এই ঘটনাটি ঘটে। পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করেছে। পুলিশ সূত্রে খবর, সোমবার সকালে কোনও একটি বিষয়ে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। যার জেরে স্ত্রী আনুষার গলা টিপে ধরেন স্বামী জ্ঞানেশ্বর। ঘটনাস্থলেই অচৈতন্য হয়ে পড়েন আনুষা। কিন্তু সম্বিৎ ফিরতেই স্ত্রী’কে নিয়ে হাসপাতালে দৌড়ন জ্ঞানেশ্বর। কিন্তু চিকিৎসকরা জানিয়ে দেন আনুষার মৃত্যু হয়েছে। পরে পুলিশের কাছে আত্মসমর্পণ করেন স্বামী।

আরো পড়ুন : ৬ রুটে সরকারি লাক্সারি AC বাস ধর্মতলা থেকে, ভাড়াও কম, কীভাবে বুকিং? জেনে নিন

জানা গেছে, অভিযুক্ত শহরের স্কাউটস এবং সাগরনগর ভিউপয়েন্টের কাছে একটি ফাস্ট ফুড সেন্টার চালান। তিন বছর আগে প্রেম করেই বিয়ে করেন তিনি। তবে কিছুদিন হয় দম্পতির মধ্যে নানা বিষয়ে ঝগড়া হত বলে পুলিশ তদন্তে জানতে পেরেছে। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠিয়ে মামলা দায়ের করে তদন্ত শুরু হয়েছে।

আরও পড়ুন : স্কুলের মিড-ডে মিলের বরাদ্দ বৃদ্ধি কেন্দ্রের, মাথাপিছু কত বাড়ছে ? দেখে নিন

 

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন