ঝামেলা পোহানোর দিন শেষ ! আধার কার্ড থাকলেই মিলবে স্বাস্থ্য সাথীর পরিষেবা

By Bangla News Dunia Dinesh

Published on:

Bangla News Dunia, Pallab : হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন? হাসপাতালে পৌঁছে চোখ ছানাবড়া? স্বাস্থ্য সাথী কার্ড কাজ করছে না? তাহলে চিন্তার কোনো কারণ নেই। কারণ এমন সময় আশার আলো হয়ে উঠেছে মালদহ স্বাস্থ্য নতুন পদক্ষেপ যারা যাচ্ছে স্বাস্থ্য সাথী কার্ড (Swasthya Sathi) এর সঙ্গে আধার কার্ড লিঙ্ক থাকলেই এবার বিনামূল্যে চিকিৎসা মিলবে।

আরও পড়ুন : এই সব খাবার খেলে নষ্ট হতে পারে লিভার, জেনে নিন !

আধার লিঙ্ক থাকলেই মিলবে ডিজিটাল স্বাস্থ্য সাথী কার্ড

উল্লেখ্য, মালদহে এই নতুন ব্যবস্থায় উপকৃত হবে প্রায় ৩৬ লক্ষ ১৬ হাজারের বেশি মানুষ, যারা স্বাস্থ্য সাথী কার্ডের উপরে ভরসা রাখে। যদিও এই বিশাল সংখ্যার মধ্যে এখনো পর্যন্ত স্বাস্থ্য সাথীর প্লাস্টিক কার্ড পেয়েছে মাত্র ১০ লক্ষ ৮২ হাজার উপভোক্তা।

প্রসঙ্গত, এখন থেকে স্বাস্থ্য সাথী কার্ডের রেজিস্ট্রেশন নম্বরের সঙ্গে আধার লিঙ্ক থাকলেই উপভোক্তারা একটি ডিজিটাল স্বাস্থ্য সাথী কার্ড হাতে পাবেন, যা স্মার্ট ফোনে খুব সহজেই সংরক্ষণ করে রাখা যাবে। চাইলে এর হার্ড কপিও প্রিন্ট আউট করে রাখতে পারেন।

তাহলে এতদিন সমস্যা কোথায় ছিল?

প্রসঙ্গত, স্বাস্থ্য সাথী কার্ড দেখতে অনেকটা ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ডের মতো। তাতে একটি ছোট চিপ থাকে। আর সময়ের সঙ্গে সঙ্গে চিপটি নষ্ট হয়ে যায়। ফলে জরুরি অবস্থায় হাসপাতালের কাউন্টারে গিয়ে অনেকে বিপাকে পড়েন। বিশেষ করে গ্রামের মানুষ, যাদের মোবাইলে ডিজিটাল কার্ড রাখার অভ্যাস নেই, তারা তো বিপাকে পড়বেনই। আর এই সমস্যার সমাধান করতেই আধার লিঙ্ক ব্যবস্থাকে সামনে নিয়ে এসেছে মালদহ জেলা প্রশাসন।

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন