টাকা নেই করোনা মোকাবিলার , ঋণ মুকুবের দাবি পাকিস্তানের

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Banla News Dunia , পল্লব চক্রবর্তী :- মহামারীর থাবায় হু হু করে বাড়ছে আক্রান্তের সংখ্যা। সমগ্র পাকিস্তানে আক্রান্ত ছুঁয়েছে প্রায় সাড়ে ৫ হাজার। গত ২৪ ঘন্টায় নতুন করে আরো প্রায় ৫০০ জনের দেহে সংক্রমণ পাওয়া গেছে। এই পরিস্থিতি সামাল দিতে বিশ্বের কাছে সাহায্য চাইলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। তার সাথে ঋণ মুকুবের কাতর অনুরোধও করেছেন তিনি । এমনতেই  ঋণে গলা অবধি ডুবে পাকিস্তান। করোনা মোকাবিলার পর্যাপ্ত টাকা তাদের কাছে নেই।

[ আরো পড়ুন :- এবারে ৮৫ লক্ষ পরিবার পাবেন বিনামূল্যে গ্যাস , জেনেনিন আপনি কী আছেন সেখানে ]

বিশ্বের তাবড় দেশের কাছে তিনি পাকিস্তানবাসীর জন্য ও তাদের চিকিৎসার জন্য আর্থিক সাহায্য চেয়েছেন। এক প্রেস বিবৃতিতে তিনি বলেছেন , বিশ্বের বিভিন্ন দেশ গুলি একে অপরকে সাহায্য না করলে করোনা কে ঠেকানো খুব কঠিন। ইউএন , আইএমএফ ও ওয়ার্ল্ড ব্যাঙ্কের কাছে তিনি ঋণ মুকুবের  অনুরোধও করেছেন। পাশাপাশি চেয়েছেন বিশেষ আর্থিক প্যাকেজ। তার মতে করোনা মহামারী সারা বিশ্বকে আর্থিক চ্যালেঞ্জের মুখে দাঁড় করিয়ে দিয়েছে। তাদের দেশে যা চিকিৎসা পরিকাঠামো তাই দিয়ে করোনা মোকাবিলা যে অসম্ভব সেটাও বোঝা গেছে তার কথার মধ্যে দিয়ে।

তার বক্তব্যে এটাও উঠে এসেছে , যে পাক সরকার দেশবাসীর চিকিৎসার জন্য ৮০০ কোটি মার্কিন ডলার প্যাকেজ বরাদ্ধ করেছে ।

[ আরো পড়ুন :- আসামে খুলছে মদের দোকান, এরাজ্যে কবে খুলবে ]

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন