Bangla News Dunia, Pallab : Tata Motors অবশেষে তাদের বহু প্রতীক্ষিত ইলেকট্রিক SUV Tata Harrier EV ভারতে লঞ্চ করল। এই গাড়িটি টাটার প্রথম AWD (All Wheel Drive) প্রযুক্তিযুক্ত বৈদ্যুতিক গাড়ি, যা ভারতের প্রিমিয়াম EV বাজারে এক নতুন অধ্যায়ের সূচনা করল। Harrier EV-এর প্রারম্ভিক এক্স-শোরুম মূল্য ধরা হয়েছে ₹২১.৪৯ লক্ষ টাকা।
আরও পড়ুন : এসি টানা চালালেই ক্ষতি! কতক্ষণ চালানো সঠিক ?
চলুন দেখে নেওয়া যাক এই গাড়ির সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য, ফিচার, ভ্যারিয়েন্ট, ডিজাইন, স্পেসিফিকেশন এবং বুকিং সংক্রান্ত বিস্তারিত আপডেট।
Tata Harrier EV-এর প্রধান ফিচার
- টাটার প্রথম AWD (অল হুইল ড্রাইভ) বৈদ্যুতিক SUV
- দুটি ব্যাটারি বিকল্প – ৬৫ কিলোওয়াট আওয়ার এবং ৭৫ কিলোওয়াট আওয়ার
- সম্পূর্ণ নতুন acti.ev Plus আর্কিটেকচারের উপর নির্মিত
- ১৪.৫ ইঞ্চির QLED টাচস্ক্রিন, ডিজিটাল ক্লাস্টার
- বুকিং শুরু: ২ জুলাই ২০২৫
- প্রতিদ্বন্দ্বী: Mahindra XUV.e9, BYD Atto 3, Hyundai Ioniq 5
ভ্যারিয়েন্ট ও রঙের অপশন
Harrier EV তিনটি ট্রিমে লভ্য:
- Adventure
- Fearless
- Empowered
রঙের অপশন:
- Empowered Oxide
- Nainital Nocturnal
- Pure Grey
- Pristine White
এছাড়াও একটি বিশেষ Stealth Edition (কালো রঙে) পাওয়া যাবে।
আরও পড়ুন : সদ্য খুলল স্কুল, আবার পড়বে গরমের ছুটি ? ছাত্রছাত্রীদের জন্য শিক্ষা দপ্তরের নতুন নোটিশ
আরও পড়ুন : জানা গেল কবে প্রকাশ হবে ক্লার্ক ও গ্রুপ-ডি পদে নিয়োগের বিজ্ঞপ্তি, অভিজ্ঞতার জন্য বিশেষ নম্বর