টাটা গ্রুপের সঙ্গে মিলে যেতে পারে ভারতী এয়ারটেল ! বদলে যাবে টেলিকম দুনিয়া

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

tata-technologies

Bangla News Dunia, Pallab : দেশের টেলিকম ক্ষেত্রের ছবিটাই বদলে যাচ্ছে। টাটা গ্রুপের সঙ্গে মিলে যেতে পারে ভারতী এয়ারটেল। বুধবার সংস্থার তরফেই এ কথা জানানো হল। জানা গিয়েছে, টাটা প্লে-র ডিরেক্ট টু হোমের (DTH) সঙ্গে ভারতী টেলিমিডিয়া লিমিটেডের মার্জার হতে পারে।

আরো পড়ুন : UPI লেনদেনে বড় পরিবর্তন ! না জানলে পড়বেন বিপদে

সুনীল মিত্তলের সংস্থার তরফে জানা গিয়েছে, টাটার সঙ্গে ডিটিএইচ নিয়ে চুক্তি হতে পারে। জানা গিয়েছে, প্রস্তাবিত মার্জারে শেয়ার লেনদেনের কথা হয়েছে। দুই সংস্থার এই মিলে যাওয়া বা কনভারজেন্সের মাধ্যমে মূলত এয়ারটেলের মোবাইল ছাড়া অন্যান্য পরিষেবার আয় বাড়ানোই লক্ষ্য। চুক্তিতে এয়ারটেলের ৫২ শতাংশ অংশীদারিত্ব থাকবে। টাটা প্লে-র শেয়ার থাকবে ৪৫ থেকে ৪৮ শতাংশ। এয়ারটেলের ম্যানেজমেন্টই মূলত পরিচালনার দায়িত্বে থাকলেও, সংস্থার বোর্ডে টাটা-র জন্য কমপক্ষে ২টি আসন থাকবে।

আরও পড়ুন : 50,000 বেকারকে ট্রেনিং দিচ্ছে মমতা সরকার, সঙ্গে পেতে পারেন মোটা আর্থিক সাহায্যও

বর্তমানে টাটা প্লে দেশের সবথেকে বড় ডিটিএইচ পরিষেবা প্রদানকারী সংস্থা। আগে টাটা স্কাই নামে পরিচিত ছিল সংস্থা। ৬ বছর আগে ওয়াল্ট ডিজনি কোম্পানি রুপার্ট মার্ডকের টুয়েন্টি ফার্স্ট সেঞ্চুরি ফক্স অধিগ্রহণ করার পর নাম পরিবর্তন হয়।

যদি টাটার সঙ্গে ভারতী এয়ারটেলের এই চুক্তি হয়ে যায়, তবে ডিটিএইচ দুনিয়ায় বড় বদল আসতে পারে।

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন