টানা দু’দিনের সংঘর্ষ, এবার থাইল্যান্ডের সঙ্গে যুদ্ধবিরতির ডাক কম্বোডিয়ার

By Bangla News Dunia Dinesh

Published on:

Bangla News Dunia, Pallab : টানা দু’দিন সংঘর্ষ। এবার থাইল্যান্ডের (Thailand) সঙ্গে যুদ্ধবিরতির ডাক দিল কম্বোডিয়া (Cambodia)। রাষ্ট্রপুঞ্জে কম্বোডিয়ার রাষ্ট্রদূত জানিয়েছেন, থাইল্যান্ডের সঙ্গে তাঁরা ‘তাৎক্ষণিক যুদ্ধবিরতি’ চান। দু’দিনের সংঘর্ষের পর ব্যাঙ্ককও বিষয়টি নিয়ে আলোচনায় রাজি হয়েছে।

আরও পড়ুন : কীভাবে ডাউনলোড করবেন ২০০২ সালের ভোটার তালিকা ? দেখে নিন

দীর্ঘদিন ধরে চলা প্রসাত তা মুয়েন থম মন্দির ও তার সংলগ্ন অঞ্চল ঘিরে চলা সীমান্ত বিবাদ আচমকাই সংঘর্ষের রূপ নেয়। মুহুর্মুহু বোমাবর্ষণ, রকেট হামলায় থাইল্যান্ড-কম্বোডিয়া সংঘর্ষ (Thailand-Cambodia Clash) চরমে ওঠে। জেট, কামান, ট্যাংক নামিয়ে দুই দেশের স্থলবাহিনী মুখোমুখি যুদ্ধে নেমে পড়ে। তার জেরে রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদে শুক্রবার একটি জরুরি বৈঠকের আয়োজন করা হয়। সেখানে নম পেনের রাষ্ট্রপুঞ্জের রাষ্ট্রদূত ছিয়া কেও বলেন, ‘কম্বোডিয়া অবিলম্বে যুদ্ধবিরতি চেয়েছে- নিঃশর্তভাবে- আমরা বিরোধের শান্তিপূর্ণ সমাধানেরও আহ্বান জানাচ্ছি।’

এদিকে কম্বোডিয়ার প্রতিরক্ষামন্ত্রক জানিয়েছে, সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ১৩ হয়েছে। অন্যদিকে, থাইল্যান্ডের স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে, সীমান্তবর্তী এলাকা থেকে ১ লক্ষ ৩৮ হাজারের বেশি মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে। এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ১৫ জনের। থাই বিদেশ মন্ত্রকের মুখপাত্র নিকোরন্দেজ বালানকুরা সংবাদসংস্থাকে জানিয়েছেন, কম্বোডিয়া বিষয়টি নিষ্পত্তি করতে চাইলে, তারাও প্রস্তুত।

আরও পড়ুন : হার্টের  সমস্যার ক্ষেত্রে সেরা হোমিওপ্যাথি চিকিৎসা !

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন