টানা ১৯ দিন লোকাল সহ প্রচুর ট্রেন বাতিল, জেনে নিন কবে থেকে

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

trainn

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- বছরের শুরুতে টানা বেশ কয়েকদিন হাওড়া লাইনে ট্রেন অনিয়মিত ছিল। লাইনের রক্ষণাবেক্ষণ, আপগ্রেডেশন কাজের জন্যই কিছু ট্রেন বাতিল ছিল। দেরিতে চলছিল কিছু ট্রেন।আপাতত পরিস্থিতি স্বাভাবিক। তবে শীঘ্রই ফের হাওড়া-খড়গপুর লাইনে টানা ১৯ দিন ট্রেন পরিষেবা বিঘ্নিত হতে চলেছে। বাতিল দুই শতাধিক লোকাল ও একাধিক এক্সপ্রেস ট্রেন।

দক্ষিণ পূর্ব রেলওয়ের খড়গপুর ডিভিশনের অধীন সাঁতরাগাছি স্টেশনে আধুনিকীকরণ ও ইন্টারলকিংয়ের কাজ চলবে আগামী ৩০ এপ্রিল থেকে ১৮ মে পর্যন্ত। এই ১৯ দিন হাওড়া-খড়গপুর লাইনে ব্যাপক ট্রেন বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই সময়ের মধ্যে দুই শতাধিক লোকাল ট্রেন এবং ২৭টি এক্সপ্রেস ট্রেন বাতিল করা হবে।

খড়গপুর ডিভিশনের সিনিয়র ডিসিএম (Sr. DCM)-এর প্রেস বিবৃতি অনুযায়ী, ২ মে থেকে ১৮ মে পর্যন্ত ২৭টি এক্সপ্রেস ট্রেন বাতিল করা হবে। সময় পরিবর্তন করা হচ্ছে ১৫টি এক্সপ্রেস ট্রেনের এবং প্রায় ২৪টি ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে। ৩০ এপ্রিল থেকে ১৮ মে-র মধ্যে মোট ২১২টি লোকাল ট্রেন বাতিল হবে।

আরও পড়ুন:- রাজ্য সরকারের NBCFDM সংস্থায় প্রচুর কর্মী নিয়োগ চলছে! আবেদন পদ্ধতি সহ বিস্তারিত দেখেনিন

লোকাল ট্রেন বাতিলের নির্দিষ্ট দিন ও সংখ্যা:

  • ৩০ এপ্রিল: ৪টি
  • ১ মে: ৬টি
  • ২ মে: ৩টি
  • ৩ মে: ২১টি
  • ৫ মে: ৪টি
  • ৬ মে: ১টি
  • ৭ মে: ১৯টি
  • ৮ মে: ১টি
  • ৯ মে: ৬টি
  • ১০ মে: ৫টি
  • ১১ মে: ৩৬টি
  • ১২, ১৩, ১৪ মে: পরিষেবা স্বাভাবিক
  • ১৫ ও ১৬ মে: ৮টি করে
  • ১৭ মে: সর্বাধিক ৫৮টি
  • ১৮ মে: ৩২টি

এই সময়ের মধ্যে শুধুমাত্র ১২, ১৩ এবং ১৪ মে লোকাল ট্রেন পরিষেবা স্বাভাবিক থাকবে।

আরও পড়ুন:- হঠাৎ আবহাওয়া পরিবর্তনে ঘরে ঘরে সবাই অসুস্থ, কীভাবে সুস্থ থাকবেন জেনে নিন

আরও পড়ুন:- ভূতুড়ে ভোটার ধরতে তৃণমূলের দারুন পদক্ষেপ, বিস্তারিত জানুন

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন