Bangla News Dunia, Pallab : রোগিরা টিউমার দেখলেই অনেকটাই ভয়ে থাকে, টিউমার দেখলেই ভাবেন এটা হয়ত ক্যান্সার হবে যাবে। আবার এমনও হয় ভুল চিকিৎসায় ম্যালিগন্যান্ট টিউমার জটিল আকার ও ধারন করে।
আরও পড়ুন : কোন রাশির জন্য কোন রঙ পরা শুভ? জেনে নিন
👉👉টিউমার কিঃ
কোষের অস্বাভাবিক ( অনিয়ন্ত্রিত বৃদ্ধি) এর ফলে যে পিন্ড আকার ধারন করে তাকে টিউমার বলে।
👉👉 টিউমার কত প্রকারঃ
টিউমারের চরিত্রের উপর ভিত্তি করে টিউমার কে ২ ভাগে ভাগ করা হয় তা হল
১) বিনাইন টিউমার ( যা ক্যান্সারিয়াস না)
২) ম্যালিগন্যান্ট টিইমার ( ক্যান্সার)
অনেকে বিনাইন টিউমার নিয়ে আমাদের কাছে আসেন এবং বলেন আমি ভয়ে আছি আমার টিউমার আবার ক্যান্সার হয়ে যায় কি না?
উত্তরঃ বিনাইন টিউমার জন্মগত ভাবেই বিনাইন ইহা ক্যান্সার হওয়ার চান্স নাই
আর ম্যালিগন্যান্ট জন্ম গত ক্যান্সার তাই, টিউমার হলে আতংকিত না হয়ে একজন।
এক্সপার্ট কে দেখিয়ে সনান্ত করে নিন আপনার টিউমার এর পরিচয় কি?
ম্যালিগন্যান্ট না কি বিনাইন।
প্রয়োজনে বায়োস্পি করে ও পরিচয় জানতে পারেন।
মনে রাখবেন সব ক্যান্সার ই টিউমার কিন্তু সব টিউমার ক্যান্সার নয়।
অর্থাৎ টিউমার হলেই ক্যান্সার এর ভয় পাবেন না।
আগে এর পরিচিতি জানবেন।
হোমিওপ্যাথি চিকিৎসা —-
1. THUJA
2. Calcarea Fluorica
3. Calcarea Phosphorica
4. Silicea
5. Calcarea carb
লক্ষণ হিসাবে কার্যকরী…