Bangla News Dunia, Pallab : রোগিরা টিউমার দেখলেই অনেকটাই ভয়ে থাকে, টিউমার দেখলেই ভাবেন এটা হয়ত ক্যান্সার হবে যাবে। আবার এমনও হয় ভুল চিকিৎসায় ম্যালিগন্যান্ট টিউমার জটিল আকার ও ধারন করে।
আরও পড়ুন : কোন রাশির জন্য কোন রঙ পরা শুভ? জেনে নিন
👉👉টিউমার কিঃ
কোষের অস্বাভাবিক ( অনিয়ন্ত্রিত বৃদ্ধি) এর ফলে যে পিন্ড আকার ধারন করে তাকে টিউমার বলে।
👉👉 টিউমার কত প্রকারঃ
টিউমারের চরিত্রের উপর ভিত্তি করে টিউমার কে ২ ভাগে ভাগ করা হয় তা হল
১) বিনাইন টিউমার ( যা ক্যান্সারিয়াস না)
২) ম্যালিগন্যান্ট টিইমার ( ক্যান্সার)
অনেকে বিনাইন টিউমার নিয়ে আমাদের কাছে আসেন এবং বলেন আমি ভয়ে আছি আমার টিউমার আবার ক্যান্সার হয়ে যায় কি না?
উত্তরঃ বিনাইন টিউমার জন্মগত ভাবেই বিনাইন ইহা ক্যান্সার হওয়ার চান্স নাই
আর ম্যালিগন্যান্ট জন্ম গত ক্যান্সার তাই, টিউমার হলে আতংকিত না হয়ে একজন।
এক্সপার্ট কে দেখিয়ে সনান্ত করে নিন আপনার টিউমার এর পরিচয় কি?
ম্যালিগন্যান্ট না কি বিনাইন।
প্রয়োজনে বায়োস্পি করে ও পরিচয় জানতে পারেন।
মনে রাখবেন সব ক্যান্সার ই টিউমার কিন্তু সব টিউমার ক্যান্সার নয়।
অর্থাৎ টিউমার হলেই ক্যান্সার এর ভয় পাবেন না।
আগে এর পরিচিতি জানবেন।
এখন আমরা জানার চেষ্টা করি বিনাইন ও ম্যালিগন্যান্ট টিউমারের পার্থক্য কি 💪💪
১) রেট অব গ্রোথ অর্থাৎ বৃদ্ধির হার: বিনাইন টিউমার সচারাচার স্লো ডেভেলপ হয় অর্থাৎ আস্তে আস্তে বড় হয়, কিন্তু অপর দিকে ম্যালিগন্যান্ট টিউমারের বৃদ্ধি অনেক দ্রুত হয়ে থাকে।
২) মেটাস্টাসিস অর্থাৎ ছড়িয়ে পড়া: বিনাইন টিউমারের মেটাস্টাসিস হয় না অর্থাৎ যেই জায়গায় টিউমার তৈরী হয় সেখানেই থাকে। কিন্তু ম্যালিগন্যান্ট টিউমার একজায়গায় তৈরী হলেও এরা দ্রুত অন্য জায়গায় ছড়িয়ে পড়ে যেমন: কারো ব্রেষ্টে যদি ম্যালিগন্যান্ট টিউমার হয়ে থাকে তা অতি দ্রুত লাংসে ছড়িয়ে পড়ে, মুলত দুটি মাধ্যম দিয়ে ম্যালিগন্যান্ট টিউমার এক জায়গা থেকে অন্য জায়গায় ছড়ায় তা হলো : ১. লিম্ফেটিক মেটাস্টাসিস অর্থাৎ আমাদের লিম্ফ নোডের মাধ্যমে ছড়ায় এবং ২. হেমাটোজেনাস মেটাস্টাসিস অর্থাৎ রক্তের মাধ্যমে ছড়ায়।
৩) ব্যথা: বিনাইন টিউমার সচারাচর ব্যথা থাকে না, কিন্তু ম্যালিগন্যান্ট টিউমারে ব্যথা থাকে।
৪) ব্লিডিং: বিনাইন টিউমারে ব্লিডিং হয় না কিন্তু ম্যালিগন্যান্ট টিউমারে ব্লিডিং হয়ে থাকে।
৫) বিনাইন টিউমার অপেক্ষাকৃত নরম ও মুভ করে, ম্যালিগন্যান্ট টিউমার শক্ত এবং মুভ করে না।