রামপুরহাট: স্নাতকের প্রথম বর্ষের এক ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগে এক গৃহশিক্ষককে মারধোর করে পুলিশের হাতে তুলে দিল এলাকার বাসিন্দারা। ঘটনাটি ঘটেছে বীরভূমের রামপুরহাটে। অভিযুক্ত শিক্ষকের নাম অভিজিৎ পাল। তার বাড়ি বীরভূমের মল্লারপুর থানার বড়তুড়িগ্রামে। তিনি মল্লারপুরে থানার বড়তুড়িগ্রাম হাইস্কুলের পার্শ্বশিক্ষক। সোমবার অভিযুক্ত শিক্ষককে রামপুরহাটের নিশ্চিন্তপুর এলাকায় পাকড়াও করে মারধর করে ছাত্রীর জামাইবাবু ও তার বন্ধুবান্ধবরা। পরে তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।
ঘটনা প্রসঙ্গে ছাত্রীর জামাইবাবু জানান, তার শ্যালিকা অভিজিৎ পালের বাড়িতে টিউশন পড়তে যেত। তাকে একাই পড়াতো ওই শিক্ষক। অভিযোগ, সেই সুযোগে ওই শিক্ষক নাকি মাঝেমধ্যেই ওই ছাত্রীকে কুপ্রস্তাব দিত, তার শরীরের হাত দিত। ছাত্রী বাধা দিলে জোর করে তাঁর শ্লীলতাহানি করত অভিযুক্ত শিক্ষক। বিষয়টি ছাত্রী তাঁর জামাইবাবুকে জানালে, জামাইবাবু তার বন্ধুদের বিষয়টি জানান। এরপর সোমবার ওই শিক্ষক রামপুরহাট এলে তাকে ধরে মারধর করা হয়। পরে রামপুরহাট থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয় তাকে । ঘটনার তদন্ত শুরু হয়েছে।