টিকা দিতেই দেড় মাসের শিশুর মৃত্যু? কেন ঘটলো এমন মর্মান্তিক ঘটনা ?

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

Bangla News Dunia, বাপ্পাদিত্য:-  স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গিয়ে টিকা দেওয়ার পরই দেড় মাসের এক শিশুর মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। এমন অভিযোগ ঘিরে বৃহস্পতিবার সকালে উত্তাল হয়ে ওঠে লাটাগুড়ি। শিশু মৃত্যুর প্রতিবাদে অবরোধে শামিল হন স্থানীয় বাসিন্দা ও পরিবারের লোকেরা। খবর পেয়ে ঘটনাস্থলে এসেছে ক্রান্তি ফাঁড়ির পুলিশ। দীর্ঘক্ষণ অবরোধ চলে।

এ বিষয়ে মালের ব্লক স্বাস্থ্য আধিকারিক (বিএমওএইচ) দীপঙ্কর কর সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ‘শিশুটি প্রি-ম্যাচিওর অর্থাৎ সময়ের আগেই ভূমিষ্ঠ হয়েছে। তাকে সমস্ত নিয়ম মেনে টিকা দেওয়া হয়েছিল। পরিবার চাইলে থানায় অভিযোগ জানাতে পারে। ময়নাতদন্ত হলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।’ অন্যদিকে, এদিন সকালে গিয়ে দেখা গিয়েছে, উত্তর ঝাড় মাটিয়ালি সুস্বাস্থ্যকেন্দ্রে তালা ঝুলছে।

আরও পড়ুন:- কলকাতার সব জলাশয় নিয়ে দারুন সিদ্ধান্ত পুরনিগমের, বিস্তারিত জানুন

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার স্থানীয় বাসিন্দা কবিতা অধিকারী ও কৌশিক অধিকারীর দেড় মাসের শিশুকন্যাকে লাটাগুড়ি গ্রাম পঞ্চায়েতের উত্তর ঝাড়মাটিয়ালি সুস্বাস্থ্যকেন্দ্রে টিকা দেওয়া হয়। রাতে শিশুটির শারীরিক অবস্থার অবনতি ঘটে। পরিবারের লোকেরা তাকে নিয়ে যান জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে। সেখানে চিকিৎসকেরা শিশুটিকে মৃত ঘোষণা করেন।

ঘটনার প্রতিবাদে এদিন স্থানীয় বাসিন্দা ও মৃতের পরিবারের লোকেরা দেহ কোলে নিয়ে ক্রান্তি মোড়ে ময়নাগুড়ি-লাটাগুড়ি জাতীয় সড়ক অবরোধ করেন। রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখান। এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

আরও পড়ুন:- ইন্টারভিউর মাধ্যমে কলকাতা বিশ্ববিদ্যালয়ে নতুন করে কর্মী নিয়োগ চলছে! দেখে নিন আবেদন পদ্ধতি

আরও পড়ুন:- কসবা কাণ্ডের পোস্টমর্টেম রিপোর্ট প্রকাশ, কি জানা গেলো ?

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন