টেট উত্তীর্ণদের বিক্ষোভ ঘিরে উত্তাল করুণাময়ী ! আন্দোলনকারীদের চ্যাংদোলা করে গাড়িতে তুলল পুলিশ

By Bangla News Dunia Dinesh

Published on:

Bangla News Dunia, Pallab : ফের পথে নামলেন টেট উত্তীর্ণরা। মঙ্গলবার দুপুরে করুণাময়ী (Karunamoyee) থেকে মিছিল শুরু করেন ২০২২ সালের প্রাথমিকের টেট উত্তীর্ণরা। তবে মিছিল করে নির্দিষ্ট গন্তব্যে যাওয়ার আগেই শুরু হয় পুলিশি ধরপাকড়। আন্দোলনকারীদের কার্যত চ্যাংদোলা করে প্রিজন ভ্যানে তোলে পুলিশ। সবমিলিয়ে কলকাতায়  রাস্তায় তুমুল উত্তেজনা চাকরিপ্রার্থীদের মিছিলকে কেন্দ্র করে।

আরও পড়ুন : পশ্চিমবঙ্গে কবে থেকে শুরু SIR ? দেখুন বিস্তারিত

জানা গেছে, এদিন পর্ষদ ভবন পর্যন্ত মিছিল করে যেতে চেয়েছিলেন চাকরিপ্রার্থীরা। কিন্তু মিছিলের শুরুতেই বাধা দেয় পুলিশ। দু’পক্ষের মধ্যে শুরু হয় ধস্তাধস্তি। জমায়েত থেকে রীতিমতো চ্যাংদোলা করে চাকরিপ্রার্থীদের গাড়িতে তুলতে থাকে পুলিশ। পুলিশের সঙ্গে তাদের ধাক্কাধাক্কিতে ব্যাপক বিশৃঙ্খলা তৈরি হয়। এরপরেই রাস্তায় বসে বিক্ষোভ শুরু করেন চাকরিপ্রার্থীরা। যদিও কেউ কেউ পুলিশের নজর এড়িয়েই প্রাথমিক শিক্ষা পর্ষদের অফিসের সামনে পৌঁছে যান। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দ্রুত পদক্ষেপ করা হয় পুলিশ। যা নিয়ে রণক্ষেত্রের পরিস্থিতি তৈরি হয়।

আন্দোলনকারীদের দাবি,  ‘আমাদের শান্তিপূর্ণভাবেই মিছিল শুরু করার কথা ছিল। কিন্তু তার আগেই পুলিশ জোর করে আমাদের আটক করে। গত তিনবছর ধরে নিয়োগের পথ চেয়ে বসে আছি। এই বিষয়ে সম্পূর্ণ উদাসীন পর্ষদ।’

আরও পড়ুন : জিএসটি ব্যবস্থায় বড় পরিবর্তনের ইঙ্গিত, সাধারণ মানুষের জন্য কী অপেক্ষা করছে ?

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন