টেলিকমিউনিকেশন বিভাগে ক্লার্ক ও সহকারী পদে কর্মী নিয়োগ চলছে! কিভাবে আবেদন করবেন দেখুন

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

 

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- পশ্চিমবঙ্গের যে সকল যুবক যুবতীরা চাকরির খোঁজে ছিলেন, তাদের অপেক্ষার অবসান ঘটল। ডিপার্টমেন্ট অফ টেলিকমিউনিকেশন (DOT) এর পক্ষ থেকে একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। যেখানে তারা ক্লার্ক ও সহকারী পদে কর্মী নিয়োগ করতে চাইছে। কিভাবে আবেদন করবেন, কী কী যোগ্যতা প্রয়োজন, বয়স সীমা, মাসিক বেতন, নির্বাচন প্রক্রিয়া এই নিয়ে বিস্তারিত খুঁটিনাটি জানতে নিচে দেওয়া প্রতিবেদনটি পড়ুন।

DOT Recruitment 2025: বিবরণ

পদের নাম: নিম্ন বিভাগের ক্লার্ক (LDC), টেলিকম সহকারী (TA)

শূন্যপদের সংখ্যা:

  • নিম্ন বিভাগের ক্লার্ক (LDC) – ০৩ টি।
  • টেলিকম সহকারী (TA) – ০১ টি।

মাসিক বেতন:

  • নিম্ন বিভাগের ক্লার্ক (LDC) – ১৯,৯০০/- টাকা থেকে সর্বোচ্চ ৬৩,২০০/- টাকা।
  • টেলিকম সহকারী (TA) – ২৯,২০০/- টাকা থেকে সর্বোচ্চ ৯২,৩০০/- টাকা।

কী কী যোগ্যতা প্রয়োজন

শিক্ষাগত যোগ্যতা: টেলিযোগাযোগ বিভাগ (DOT) নিয়োগ ২০২৫ এর উল্লেখিত দুটি পদে আবেদন করার জন্য প্রার্থীদের প্রতিটি পদ অনুযায়ী শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন রয়েছে। যা নিচে দেওয়া হলো।

আরও পড়ুন:- নাগপুরের হিংসায় বাংলাদেশ যোগ, গোয়েন্দাদের হাতে চাঞ্চল্যকর তথ্য

  • নিম্ন বিভাগের ক্লার্ক (LDC) – যে কোনো একটি স্বীকৃত বোর্ড থেকে উচ্চমাধ্যমিক পাশ।
  • টেলিকম সহকারী (TA) – যে কোনো একটি স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে সংশ্লিষ্ট বিষয়ে ডিপ্লোমা।

বয়স সীমা: সর্বোচ্চ ৫৬

কিভাবে আবেদন করবেন

আবেদন করতে আগ্রহী প্রার্থীদের আবেদন পত্র জমা করার জন্য নিচে দেওয়া ওয়েবসাইটে প্রবেশ করে   অফলাইন আবেদন ফর্মটি সংগ্রহ করতে হবে। তারপর সেই আবেদন ফর্মটি A4 সাইজের প্রিন্ট আউট করতে হবে। এরপর সেই প্রিন্ট আউট করা ফর্মটির উপর নিজের সমস্ত তথ্য দিয়ে পূরণ করতে হবে এবং সঙ্গে দরকারি ডকুমেন্ট গুলি জেরক্স করে সংযুক্ত করতে হবে। তারপর একটি খামে ভর্তি করে নিচে দেওয়া ঠিকানায় পৌঁছে দিতে হবে।

দরকারি ডকুমেন্ট: শিক্ষাগত যোগ্যতার প্রমাণ পত্র, বয়সের প্রমাণ পত্র, পাসপোর্ট সাইজ ফটো, জাতি গত সার্টিফিকেট ইত্যাদী

আবেদন পত্র জমা করার ঠিকানা: এই নিয়ে জানতে নিচে দেওয়া অফিসিয়াল বিজ্ঞপ্তি দেখুন।

আপনি যদি ডেইলিহান্টে এই প্রতিবেদন দেখে থাকেন তবে সমস্ত প্রকারের প্রয়োজনীয় লিঙ্ক আপনি Banglanewsdunia.com ওয়েবসাইটে গিয়ে পেয়ে যাবেন।

নির্বাচন প্রক্রিয়া

নিম্ন বিভাগের ক্লার্ক (LDC) ও টেলিকম সহকারী (TA) পদে চাকরি পাবার জন্য প্রার্থীদের কেবলমাত্র ইন্টারভিউ দিতে হবে। সেখানে পাশ করলে সরাসরি চাকরির জন্য নির্বাচিত হবে।

প্রয়োজনীয় লিঙ্ক

অফিসিয়াল ওয়েবসাইট dot.gov.in

 

আরও পড়ুন:- নাগপুরের হিংসায় বাংলাদেশ যোগ, গোয়েন্দাদের হাতে চাঞ্চল্যকর তথ্য

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন