Bangla News Dunia, বাপ্পাদিত্য:- অবশেষে ভারতে সাম্রাজ্য বিস্তার করতে চলেছে স্বপ্নের গাড়ি টেসলা। ধনকুবের ইলন মাস্কের কোম্পানি Tesla Inc. ইলেকট্রিক গাড়ি তৈরিতে এক নম্বরে। এ বার ভারতে কর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দিল টেসলা। গত সপ্তাহে ওয়াশিংটনে টেসলা-র সিইও ইলন মাস্কের সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বৈঠকের পরই সামনে আসে এই ঘোষণা।
জানা গিয়েছে, বিশ্বের সেরা ইলেকট্রিক ভেহিক্যাল প্রস্ততকারক সংস্থা হিসেবে স্বীকৃত টেসলা আপাতত ১৩টি পদে কর্মী নিয়োগ করবে। সংস্থার লিঙ্কডিন পেজে দেওয়া বিজ্ঞপ্তি অনুযায়ী ব্যাক এন্ড পোস্টে ও ক্রেতার সঙ্গে ডিলিংয়ের জন্য বেশ কয়েকটি পদে লোক নেওয়া হবে। সার্ভিস টেকনিশিয়ান-সহ পাঁচটি পদে মুম্বই ও দিল্লি দুই জায়গাতেই লোক নেওয়া হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। এ ছাড়া কাস্টমার এনগেজমেন্ট ম্যানেজার, ডেলিভারি অপারেশন স্পেশালিস্ট এই পদগুলিতে শুধু মুম্বইয়ের জন্যই কর্মী চাইছে টেসলা।
টেসলা ভারতে যে সব পোস্টে কর্মী নিয়োগ করবে সেগুলি হলঃ
- সার্ভিস টেকনিশিয়ান
- সার্ভিস ম্যানেজার
- ইনসাইড সেলস অ্যাডভাইজ়ার
- কাস্টমার সার্পোট সুপারভাইজ়ার
- কাস্টমার সার্পোট স্পেশালিস্ট
- অর্ডার অপারেশন স্পেশালিস্ট
- সার্ভিস অ্যাডভাইজ়ার
- টেসলা অ্যাডভাইজ়ার
- পার্টস অ্যাডভাইজ়ার
- ডেলিভারি অপারেশন স্পেশালিস্ট
- বিজ়নেস অপারেশন অ্যানালিস্ট
- স্টোর ম্যানেজার
ভারতীয় মার্কেট নিয়ে টেসলা আগেও আগ্রহ দেখিয়েছে। কিন্তু চড়া আমদানি শুল্কের জেরে ধীরে চলো নীতি নেয় এই সংস্থা। সম্প্রতি ভারত সরকার ৪০ হাজার ডলারের বেশি মূল্যের হাইএন্ড গাড়িতে কাস্টমস ডিউটি কমানোর পরই এ দেশের বাজার নিয়ে ফের ভাবনা চিন্তা শুরু করেছে টেসলা। যদিও দেখতে গেলে চিনের তুলনায় ইলেকট্রিক গাড়ি বিক্রিতে ভারত পিছিয়ে রয়েছে। পরিবেশ দূষণ রুখতে গ্রিন কার কেনায় লাগাতার উৎসাহিত করছে কেন্দ্রীয় সরকার। সেই সুযোগকে কাজে লাগিয়েই এ বার ভারতেও নয়া উদ্যমে সফর শুরু করতে চলেছে ইলন মাস্কের গাড়ি প্রস্তুতকারক সংস্থা।