Bangla News Dunia, শ্রী জয়দেব শাস্ত্রী :- মানুষ তেল বিভিন্ন কাজে ব্যবহার করে থাকে। এর মধ্যে কিছু তেল আছে যা ভোজ্য তেল হিসাবে ব্যবহার করা হয়। যেমন ভোজ্য সর্ষের বা তিলের তেল আমাদের সাস্থের পক্ষে খুবই উপকারী। জ্যোতিষ মতে , তেল আমাদের গ্রহ নক্ষত্রকে উন্নত করতে সাহায্য করে। জ্যোতিষ মতে ও স্বাস্থ্যে মতেও তেলের সঠিক ব্যবহারের মাধ্যমে বিভিন্ন সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়। তবে তেলের ব্যবহার আলাদা আলাদা হতে পারে। আমি এখানে আপনাদের কিছু টোটকা বলবো যার মাধ্যমে মানুষের জীবনে সুখ সমৃদ্ধি আসতে পারে। চলুন টোটকা গুলি দেখে নেওয়া যাক।
আরো পড়ুন :- মানুষের চোখের রং দেখেই চিনতে পারবেন মানুষটি কেমন
কোনো রাশির মানুষের উপর যদি শনির কুনজর থাকে তবে শনিবার একটি পাত্রে সরিষার তেল নিয়ে তার মধ্যে আপনার প্রতিচ্ছবি দেখুন। এবার এই তেল কোনো শনি মন্দিরে দান করুন বা কোনো দুঃস্থ মানুষকে দেন করতে পারেন। এর ফলে যেকোনো প্রকার জটিল সমস্যা থেকে মুক্তি পাবেন।
যেকোনো রোগ থেকে মুক্তি পেতে টানা ৪১ দিন বটগাছের নিচে তিলের তেলের প্রদীপ জ্বালান যা ওই ব্যাক্তির জন্য খুবই শুভ বলে বিবেচিত হয়। এছাড়া প্রতি শনি ও মঙ্গলবার ভগবান বজরংবলীর শরীরে তেললাগালে বা অর্পণ করতে তিনি সন্তুষ্ট হন। এতে বজরংবলীর কৃপায় আপনার মনের সকল ইচ্ছে পূরণ হয়।
কোনো ব্যাক্তির যদি শারীরিক কোনো সমস্যা থেকে থাকে তবে প্রতি শনিবার দুঃস্থ মানুষদের তেল দান করুন। এতে আপনি শারীরিক সমস্ত সমস্যা থেকে মুক্তি পাবেন।
আরো পড়ুন :- জানুন কোন স্বপ্ন গুলি আর্থিক উন্নতি , সুখ – সমৃদ্ধির ইঙ্গিত দেয়। আপনি কি দেখেন এই স্বপ্ন ?
জ্যোতিষ সম্বন্ধিত আরো খবরের জন্য আমাদের চ্যানেল ফলো করুন
—————————————————————————
জ্যোতিষ শ্রী জয়দেব শাস্ত্রী
জ্যোতিষ সম্বন্ধিত আরো খবরের জন্য আমাদের ইউটিউব চ্যানেল ফলো করুন – Joydevsastri or 51kalibari
হস্তরেখা বিশারদ , ফেসরিডার , এছাড়া বিদ্যা , চাকরি , ব্যবসা, কর্ম , বিবাহ , প্রেম , বাস্তু , জটিল মামলা , স্বাস্থ্যে , শত্রু , অর্থনৈতিক সমস্যা , দাম্পত্য জীবনের সমস্যা যে কোনো প্রকার সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন।
চেম্বার – মধ্যমগ্রাম , বাদুরোড , সারদাপল্লি , ৫১ কালীবাড়ি , কোলকাতা।
জ্যোতিষ শিক্ষা গ্রহণ করতে যোগাযোগ করতে পারেন।
ফোন – 9831498861 , 9830873691 ( অনলাইন এর মাধ্যমেও যত্ন সহকারে প্রেডিকশন দেওয়া হয়)