ট্রম্পের নয়া শুল্ক নীতির ধাক্কায় রক্তাক্ত ভারতীয় শেয়ারবাজার, নিমেষে উধাও ১৯ লক্ষ কোটি টাকা 

By Bangla News Dunia Dinesh

Published on:

Bangla News Dunia, দীনেশ :- ভারতীয় শেয়ার বাজারে বিরাট ধস। বিনিয়োগকারীদের ১৯ লক্ষ কোটি টাকা এক নিমেষে উধাও। ডোনাল্ড ট্রাম্পের নতুন শুল্ক নীতির কারণেই শেয়ার বাজারের এই অবস্থা, বলছেন বিশেষজ্ঞরা। সোমবার সকালে বাজার খোলার সঙ্গে সঙ্গে বড় ধস নামে সেনসেক্স ও নিফটিতে। সেনসেক্স ৩,৯৩৯.৬৮ পয়েন্ট কমে ৭১,৪২৫.০১ দাঁড়ায়। এই সময়ের মধ্যে নিফটিও ১,১৬০.৮ পয়েন্ট কমে ২১,৭৪৩.৬৫-তে পৌঁছায়। তবে শুধু দালাল স্ট্রিট নয়, রক্তাক্ত এশিয়ার সমস্ত স্টক মার্কেটই।

টাটা স্টিল (-১০%), টাটা মোটরস (-৭.৮৬%), ইনফোসিস (-৬.৯৮%), টেক মাহিন্দ্রা (-৬.৩৬%) এবং এলএন্ডটি (-৬.৪৫%)-র শেয়ার পড়েছে অনেকটাই। সকাল সাড়ে ১০টা নাগাদ ২৯৭৯ পয়েন্ট নীচে রয়েছে সেনসেক্সের সূচক।

আরও পড়ুন:- ডকুমেন্ট আপনার, সিমকার্ড তুলেছে অন্য কেউ। কী ভাবে বুঝবেন? জেনে নিন

ট্রাম্পের শুল্ক নীতির ধাক্কায় যেভাবে গোটা বিশ্বের শেয়ার বাজারের সূচক নিম্নমুখী, তাতে অনেকেরই মনে পড়ে যাচ্ছে ১৯৮৭-র ‘ব্ল্যাক মানডে’-র কথা। ১৯৮৭ সালের ১৯ অক্টোবর বিশ্বের শেয়ার বাজারের ইতিহাসে অন্যতম বড় ধস নেমেছিল। মাত্র একদিনেই ডাও জোন্স ইন্ডাস্ট্রিয়াল অ্যাভারেজ সূচক ২২.৬ শতাংশ পড়ে যায়। পরিস্থিতি কি এবার তেমনই হবে, সেই আশঙ্কায় এখন উঁকি দিচ্ছে বিনিয়োগকারীদের মনে।

আরও পড়ুন:-  ভারতীয় সিনেমার গল্প নিয়ে তৈরি হয়েছে একাধিক হলিউড ছবি! বিস্তারিত জেনে নিন

তবে তাঁর নয়া শুল্ক নীতির কারণে বিশ্বের শেয়ার বাজারে টালমাটাল পরিস্থিতি তৈরি হলেও, তা নিয়ে খুব একটা মাথা ব্যথা নেই ট্রাম্পের। তিনি বলেছেন, ‘এটা একটা ওষুধ খাওয়ার মতো। অসুস্থ অর্থনীতিকে সুস্থ করার জন্য এই ধাক্কা দরকার।’

আরও পড়ুন:- টার্গেট পূরণে ব্যর্থ হওয়ায় কর্মচারীকে কুকুরের মতো হাঁটানো হল, কোথায় ঘটলো এমন ঘটনা ?

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন