ট্রাম্পের কোন সিদ্ধান্তের কারণে ভারত থেকে জাপানের স্টক মার্কেটে হাহাকার ? জেনে নিন

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- গত রাতে আমেরিকার বাজার ফ্ল্যাট থাকার পর আজ জাপানের শেয়ারবাজারে ব্যাপক পতন দেখা গিয়েছে। জাপানের Nikkei ২২৫ সূচক ২.০৯% বা ৯০০ পয়েন্ট কমেছে এবং দুই সপ্তাহের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে পৌঁছেছে। টপিক্সও -২.১৯% এর পতন হয়েছে। দক্ষিণ কোরিয়ার কোস্পি ১.৭৬ শতাংশ এবং চিনের হ্যাং সেং ০.৪১% কমেছে, যেখানে চিনের CSI ৩০০, ০.২৫% কমেছে।

আজ ভারতীয় বাজারেও পতন দেখা যাচ্ছে। সেনসেক্সে ৩০০ পয়েন্টের বেশি পতন এবং নিফটিতে ১০০ পয়েন্টের পতন দেখা যায়। তবে কিছুদিন পর বাজার স্বাভাবিক হবে বলে আশা করা যাচ্ছে। বিএসই-সেনসেক্সের শীর্ষ ৩০টি স্টকের মধ্যে ১৫টি স্টক নিম্নমুখী ছিল, যখন ১৫টি স্টক বেড়েছে। ভারতীয় স্টক মার্কেটে ওঠানামার প্রধান কারণ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক নিয়ে ভয়। এ বিষয়ে পরিস্থিতি এখনও পরিষ্কার বলে মনে হচ্ছে না। আগামী ২ এপ্রিল বিষয়টি পরিষ্কার হতে পারে।

আরও পড়ুন:- ব্যাংকক-মায়ানমারে ভূমিকম্প কত তীব্র? দেখুন রীতিমতো ভয় ধরানো VIDEO

জাপানের শেয়ার বাজারের কথা বললে, ২০২৫ সালে (২৮ মার্চ, ২০২৫ পর্যন্ত) এটি এখন পর্যন্ত -৯ শতাংশ কমেছে। একই সময়ে, দক্ষিণ কোরিয়ার বাজারগুলিও ২০২৫ সালে -৫ শতাংশের বেশি হ্রাস পেয়েছে। অন্যান্য বাজারে রিটার্ন নেতিবাচক। কিন্তু ভারতীয় শেয়ারবাজারে উচ্ছ্বাস দেখা যাচ্ছে।

২৫ শতাংশ শুল্ক ঘোষণার কারণে আজও এসব শেয়ারের দর কমেছে 
আমেরিকা অটো সেক্টরে ২৫ শতাংশ শুল্ক আরোপের হুমকি দেওয়ার পরে অটো স্টকগুলিতে তীব্র পতন দেখা গিয়েছে। আজও কিছুটা ভয় দেখাচ্ছে এসব শেয়ারগুলি। মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রার শেয়ার আজও ২ শতাংশের বেশি কমেছে।
এর বাইরে অশোক লিলেন এবং বাজাজ অটোর শেয়ারেও পতন দেখা গেছে।

বিএসই শেয়ার বিস্ময়কর ফল করেছে 
যেখানে ভারতীয় বাজারে বেশিরভাগ শেয়ারই চাপে লেনদেন করছে। এদিকে বিএসইতে শেয়ারের ঊর্ধ্বগতি দেখা গেছে। আজ তা ১৭ শতাংশের বেশি বেড়ে ৫৪৮৯ টাকায় পৌঁছেছে।

এই শেয়ারগুলিতেও তীব্র পতন 
আজ Agis Logistics-এর শেয়ারে 7 শতাংশ, Max Healthcare-এ 6 শতাংশ, Tata Elxsi-এ 3 শতাংশ এবং Mahindra & Mahindra-এর শেয়ারে 2.58 শতাংশ পতন দেখা গিয়েছে।

(দ্রষ্টব্য- যে কোনও শেয়ারে বিনিয়োগ করার আগে অবশ্যই একজন বিশেষজ্ঞের পরামর্শ নিন।)

আরও পড়ুন:- রাস্তায় ইদের নামাজ পড়লে বাতিল হবে পাসপোর্ট-ড্রাইভিং লাইসেন্স, বিস্তারিত জেনে নিন

আরও পড়ুন:- প্রতিমাসে 5000 টাকা দেওয়ার গ্যারেন্টি দিচ্ছে মোদি সরকার। জানুন কিভাবে আবেদন করবেন?

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন