ট্রাম্পের ভিসা নীতি, কোপে ৩ লক্ষের বেশি ভারতীয় পড়ুয়া

By Bangla News Dunia Dinesh

Published on:

Bangla News Dunia, Pallab : ডোনাল্ড ট্রাম্পের (Donald Trump) নতুন শুল্কনীতির জেরে বিশ্বজুড়ে এখন বাণিজ্যযুদ্ধের আবহ। তার মধ্যেই মার্কিন মুলুকে পাঠরত বিদেশি, বিশেষত ভারতীয় পড়ুয়াদের নিয়ে উদ্বেগ বাড়ছে। অভিযোগ, মার্কিন প্রেসিডেন্টের নতুন অভিবাসন নীতির মাধ্যমে আমেরিকা ছাড়তে বাধ্য হচ্ছেন বিদেশি পড়ুয়ারা। তাঁদের নাকি সামান্য কারণে এমনকি কোনও নির্দিষ্ট কারণ ছাড়াই বিনা নোটিশে ‘স্টুডেন্ট ভিসা’ বাতিল করে দিচ্ছে ট্রাম্প প্রশাসন। হার্ভার্ড, টাফ্টস থেকে স্ট্যানফোর্ড, সর্বত্রই ছবিটা এক। ইতিমধ্যে এ নিয়ে আদালতে মামলা ঠুকেছেন দুই পড়ুয়া। তাঁদের দাবি, ছোটখাটো আইন লঙ্ঘন (যেমন গাড়ি চালানোর নিয়ম ভাঙা)-এর জন্য তাঁদের ভিসা বাতিল করা হয়েছে, যা অন্যায্য।

আরও পড়ুন : চলে এলো নয়া Aadhar App, আর আধারের কপি রাখতে হবে না সঙ্গে। বিস্তারিত জেনে নিন

অন্যদিকে বোঝার ওপর শাকের আঁটির মতো আরেক বিপদের খাঁড়া নেমে এসেছে বিদেশি পড়ুয়াদের মাথার ওপর। সম্প্রতি আমেরিকায় এক নতুন বিল পেশ হওয়ায় ঘোর দুশ্চিন্তায় ভারতীয় সহ ভিনদেশি পড়ুয়ারা, বিশেষ করে যাঁরা বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল ও গণিত (এসটিইএম) বিষয়ে পড়াশোনা করছেন। ওই বিলে আমেরিকার অপশনাল প্র্যাক্টিক্যাল ট্রেনিং (ওপিটি) প্রোগ্রাম বন্ধ করার প্রস্তাব দেওয়া হয়েছে। এই প্রোগ্রামটির মাধ্যমে পড়ুয়ারা গ্র্যাজুয়েশনের পর তিন বছর পর্যন্ত যুক্তরাষ্ট্রে থেকে কাজ করার সুযোগ পান। এই সিদ্ধান্ত কার্যকর হলে হাজার হাজার ভারতীয় পড়ুয়ার ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়বে। কারণ, মার্কিন মুলুকে পেশাগত অভিজ্ঞতা অর্জন ও দীর্ঘমেয়াদি কাজের ভিসায় রূপান্তরের জন্য ওপিটি-র ওপর নির্ভর করেন তাঁরা।

ওপেন ডোরস ২০২৪ রিপোর্ট অনুযায়ী, ২০২৩-’২৪ শিক্ষাবর্ষে আমেরিকায় পড়তে যাওয়া ভিনদেশি পড়ুয়াদের মধ্যে ভারতীয়রাই ছিল সর্বাধিক, সংখ্যাটি ৩ লক্ষ ৩১ হাজার ৬০২। আগের বছরের তুলনায় যা ২৩ শতাংশ বেশি। এর মধ্যে প্রায় ৯৭,৫৫৬ জন ছাত্রছাত্রী ওপিটি-তে অংশ নিয়েছেন, যা আগের তুলনায় ৪১ শতাংশ বেশি।

এখন প্রশ্ন হল, বিল পাশ হলে কী হবে? ইমিগ্রেশন বিশেষজ্ঞ পূরবী চোথানি বললেন, বর্তমানে এসটিইএম গ্র্যাজুয়েটরা ওপিটি-র মাধ্যমে এক বছর কাজের সুযোগ পান, যা আরও দুই বছর পর্যন্ত বাড়ানো যায়। কিন্তু নতুন বিল পাশ হলে এই সুযোগ হঠাৎই বন্ধ হয়ে যেতে পারে। সেটা হলে পড়ুয়াদের পত্রপাঠ আমেরিকা থেকে সরে পড়তে হবে। তাঁর মতে, এখন যারা ওপিটি-তে আছেন, তাঁদের যত দ্রুত সম্ভব এইচ-১বি ভিসা পাওয়ার চেষ্টা করা উচিত। এছাড়া, অন্যান্য দেশে কাজের সুযোগ খোঁজার কথাও ভাবতে হবে।

আরও পড়ুন : কোন রাশির জন্য কোন রঙ পরা শুভ? জেনে নিন

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন