ট্রাম্পের শুল্ক ধাক্কায় কতটা ক্ষতি ভারতের? কী করছে মোদী সরকার? প্রশ্ন তুললেন অভিষেক

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- ভারতের উপরে ট্রাম্পের ট্যারিফ চাপানো নিয়ে উত্তাল দেশ। ট্রাম্পের ট্যারিফের ধাক্কা লেগেছে ভারতের রপ্তানিতে। ধাক্কা লেগেছে শেয়ার বাজারেও। আমেরিকা ভারতের উপরে দুই ধাপে মোট ৫০ শতাংশ শুল্ক চাপিয়েছে। এর ফলে বস্ত্র, গাড়ির যন্ত্রাংশ থেকে শুরু করে আরও একাধিক সেক্টরে আমেরিকার বাজারে ভারতের রপ্তানি বাণিজ্য প্রবল ধাক্কা খেতে পারে। এই আবহেই বিষয়টি নিয়ে সংসদে প্রশ্ন করলেন লোকসভায় তৃণমূলের দলনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়।

কী কী প্রশ্ন তুললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়?

১. আমেরিকা ও ভারতের দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তির আলোচনা কোন পর্যায়ে রয়েছে? কতদিনের মধ্যে ফ্রেমওয়ার্ক তৈরি হতে পারে?

২. ভারতের উপর ট্রাম্পের শুল্ক কতটা প্রভাব ফেলবে, কেন্দ্রীয় সরকার তার হিসেব করেছে? বিশেষ করে বস্ত্র, ওষুধ, বৈদ্যুতিন যন্ত্রাংশ রপ্তানির ক্ষেত্রে।

৩. এমন শুল্ক আরোপ হওয়ায় ভারতীয় পণ্যগুলির ক্ষেত্রে বিশেষ সুবিধা পেতে কেন্দ্র কোনও পদক্ষেপ করছে?

৪. ট্রাম্পের এই শুল্ক চাপানোর পরে ভারত কি আমেরিকার কাছে এই বিষয়ে প্রতিক্রিয়া জানিয়েছে? ব্যবসায় যে সমস্যা হবে, তা কি জানানো হয়েছে? যদি না জানানো হয়, তাহলে কী কারণে জানানো হয়নি?

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নের জবাবে উত্তর দিয়েছেন বাণিজ্য ও শিল্প মন্ত্রকের প্রতিমন্ত্রী জিতিন প্রসাদ।

ভারত-আমেরিকা দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা শুরু হয়েছিল ২০২৫ সালের মার্চ মাসে। এখনও পর্যন্ত পাঁচ রাউন্ড আলোচনা হয়েছে। শেষ আলোচনা হয়েছে পর্যন্ত ওয়াশিংটনে ১৪-১৮ জুলাই।

৭ অগস্ট থেকে ভারতের উপর আমেরিকা ২৫% রেসিপ্রোকাল ট্যারিফ চাপিয়েছে। মন্ত্রী জানিয়েছেন, মনে করা হচ্ছে, আমেরিকায় ভারত থেকে রপ্তানি হওয়া মোট জিনিসের অন্তত ৫৫%-এর উপর এই শুল্ক বসছে। এর উপর ২৭ অগস্ট থেকে আরও ২৫% শুল্ক চাপানো হয়েছে। তিনি জানিয়েছেন, ওষুধ, বৈদ্যুতিন সামগ্রীর মতো সেক্টরে আমেরিকার তরফে অতিরিক্ত কোনও শুল্ক চাপানো হয়নি।

ভারতের ক্ষেত্রে (বিশেষ করে বস্ত্রশিল্পে) অনেক কিছুর উপর রপ্তানির পরিস্থিতি নির্ভর করবে। জিনিসের মান, চাহিদা, ব্যবসায়িক সংস্থার চুক্তির মতো অনেক বিষয়ের উপর নির্ভর করে। ট্যারিফের প্রভাব বুঝতে রপ্তানিকারক, শিল্পক্ষেত্রের সকলের সঙ্গে কেন্দ্রীয় সরকার আলোচনা করছেন বলে জানিয়েছেন মন্ত্রী। কেন্দ্রীয় সরকার কৃষক, শ্রমিক, রপ্তানিকারক, ব্যবসায়ী, উদ্যোগপতিদের স্বার্থ বজায় রাখতে সব পদক্ষেপ করছে বলে জানিয়েছেন মন্ত্রী।

আরও পড়ুন:- লো ব্লাড প্রেশারও বিপজ্জনক, হঠাৎ প্রেশার কমে গেলে কী করবেন? জেনে রাখুন

আরও পড়ুন:- লোকসভায় পাশ নয়া আয়কর বিল, কোন কোন ক্ষেত্রে বদল? জানুন

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন