Bangla News Dunia, Pallab : ডোনাল্ড ট্রাম্পের চাপানো শুল্কের জেরে টালামাটাল পরিস্থিতি তৈরি হয়েছে বিশ্বের অর্থনীতিতে। পরিস্থিতি কোন দিকে গড়াবে তা নিয়ে যথেষ্ট অনিশ্চয়তা রয়েছে। এই আবহেই ছাঁটাইয়ের পথে হাঁটছে মার্কিন টেক জায়ান্ট গুগল (Google)। সম্প্রতি এই তথ্য প্রযুক্তি সংস্থা থেকে চাকরি গিয়েছে শতাধিক কর্মীর। গুগলের প্ল্যাটফর্ম এবং ডিভাইস ডিভিশন থেকে এই ছাঁটাই হয়েছে বলে জানা গিয়েছে। দ্য ইনফরমেশন-এর প্রতিবেদনে উঠে এসেছে এই তথ্য।
আরও পড়ুন : চলে এলো নয়া Aadhar App, আর আধারের কপি রাখতে হবে না সঙ্গে। বিস্তারিত জেনে নিন
এ বছরের শুরু থেকেই কর্মী ছাঁটাইয়ের আবহ রয়েছে গুগলে। জানুয়ারিতে কর্মীদের গোল্ডেন হ্যান্ডশেকের প্রস্তাব দিয়েছিল মার্কিন তথ্য প্রযুক্তি সংস্থা। অর্থাৎ ক্ষতিপূরণের মাধ্যমে কর্মীদের চাকরি ছেড়ে দিতে বলা হয় সংস্থার তরফে। এর মাধ্যমে অনেক কর্মী গুগলের চাকরি ছাড়তে বাধ্য হয়েছিলেন। এ বার সরাসরি ছাঁটাইয়ের পথেই হাঁটল এই সংস্থা।।
আরও পড়ুন : কোন রাশির জন্য কোন রঙ পরা শুভ? জেনে নিন