ট্রাম্পের সঙ্গে বৈঠকে পাকিস্তানের প্রধানমন্ত্রী ও সেনাপ্রধান, সম্পর্ক মসৃণ হওয়ার ইঙ্গিত!

By Bangla News Dunia Dinesh

Published on:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বৃহস্পতিবার হোয়াইট হাউসের ওভাল অফিসে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ (Shehbaz Sharif) এবং সেনাপ্রধান আসিম মুনিরের (Asim Munir) সঙ্গে বৈঠক করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। বৈঠকের আগে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্প উভয় অতিথিকে “মহান নেতা” হিসেবে অভিহিত করেন। তবে এদিনের বৈঠকে ঠিক কী বিষয়ে কথা হয়েছে, সেই বিষয়ে স্পষ্ট কিছু জানা যায়নি।

উল্লেখ্য, এই দুই দেশ ইতিমধ্যেই একটি নতুন বাণিজ্য চুক্তি এবং কৌশলগত অর্থনৈতিক অংশীদারিত্বেও আবদ্ধ হয়েছে। এই চুক্তি অনুযায়ী, মার্কিন মুলুকে পাকিস্তানি পণ্যের আমদানির ওপর ১৯ শতাংশ শুল্ক ধার্য করা হয়েছে। এছাড়াও, মার্কিন যুক্তরাষ্ট্র পাকিস্তানের “বিশাল তেল ভাণ্ডার” উন্নয়নে সহায়তা করারও প্রতিশ্রুতি দিয়েছে। এই নতুন সম্পর্কের ভিত্তি হিসেবে উঠে এসেছে খনিজ সম্পদ এবং বিরল মৃত্তিকা উপাদানের বাণিজ্য। সূত্রের খবর, একটি মার্কিন সংস্থা এরই মধ্যে পাকিস্তানে খনিজ খাতে ৫০০ মিলিয়ন ডলার বিনিয়োগ করছে।

এক সময় পাকিস্তানের সঙ্গে মার্কিন মুলুকের সম্পর্কের রসায়ন ততটা মসৃণ ছিল না। তবে সাম্প্রতিক সময়ে সেই সম্পর্কের বরফ গলতে শুরু করেছে। সাম্প্রতিক কালে ৩ বার ওয়াশিংটন যাত্রা করেছেন আসিম মুনির। এছাড়াও, ভারত-পাকিস্তান সংঘাত নিরসনে ট্রাম্পের হস্তক্ষেপের জন্য ইসলামাবাদ তাঁকে ২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত করেছে, যা এই সম্পর্ক মসৃণ হওয়ার আরেকটি কারণ হিসেবে বিবেচিত হচ্ছে। তবে ভারত প্রথম থেকেই এই মার্কিন হস্তক্ষেপের দাবিকে বারবার অস্বীকার করে আসছে।

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন