ট্রাম্পের সঙ্গে বৈঠকে যোগ দিতে হঠাৎ আমেরিকায় নেতানিয়াহু, জানুন কী নিয়ে হবে আলোচনা ?

By Bangla News Dunia Dinesh

Published on:

Bangla News Dunia, দীনেশ :- সোমবার রাতে(ভারতীয় সময়) মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে বসতে চলেছেন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। এই বৈঠকের জন্য রবিবার রাতেই সস্ত্রীক আমেরিকায় পৌঁছে গিয়েছিলেন নেতানিয়াহু। জানা গিয়েছে, গাজায় যুদ্ধবিরতি সহ ‘পারস্পারিক শুল্কনীতি’ নিয়ে আলোচনা হতে পারে এই বৈঠকে।

আরও পড়ুন:- ডকুমেন্ট আপনার, সিমকার্ড তুলেছে অন্য কেউ। কী ভাবে বুঝবেন? জেনে নিন

প্রসঙ্গত, কাতারের মধ্যস্থতায় এবং আমেরিকা ও মিশরের প্রচেষ্টায় গত ১৫ জানুয়ারি ইজরায়েল ও হামাস রাজি হয়েছিল যুদ্ধবিরতির সিদ্ধান্তে। কিন্তু ১৯ জানুয়ারি কার্যকরী হওয়া এই যুদ্ধবিরতি ভেঙে মার্চের প্রথমদিক থেকেই গাজায় একতরফা হামলা চালাতে শুরু করে ইজরায়েল। গত একমাসের হামলায় রাফা সহ গাজার বেশ কিছু শহর কার্যত নিশ্চিহ্ন হিয়ে গিয়েছে। গাজা স্বাস্থ দপ্তরের রিপোর্ট অনুযায়ী, গত ২৪ ঘন্টায় গাজাতে মৃত্যু হয়েছে ৫৭ জনের। আহত ১৩৭ জন। অপরদিকে রাষ্ট্রপুঞ্জের অধীনস্থ একটি সংস্থার রিপোর্টে দাবি করা হয়েছে, ১৮ মার্চের পর থেকে গাজায় প্রতিদিন অন্তত ১০০ জন শিশুর হতাহতের খবর আসছে। এদিকে নেতানিয়াহুর দাবি, হামাসের হাতে এখনও ৫৯ জন ইজরায়েলি পণবন্দী রয়েছে। তাঁদের মুক্তি না দেওয়া পর্যন্ত কোনওভাবেই যুদ্ধবিরতি সম্ভব নয় বলেও স্পস্ট করে দিয়েছেন তিনি।

আরও পড়ুন:-  ভারতীয় সিনেমার গল্প নিয়ে তৈরি হয়েছে একাধিক হলিউড ছবি! বিস্তারিত জেনে নিন

এমত পরিস্থিতিতে ট্রাম্প তাঁর সাম্প্রতিক বিভিন্ন বক্তব্যে গাজায় এই সেনা অভিযানের পক্ষে কথা বলেছেন। ফলে আজকের এই বৈঠকে যুদ্ধবিরতি প্রসঙ্গে আদৌ কোনও সদর্থক সিদ্ধান্ত গৃহীত হবে কিনা তা নিয়ে যথেষ্ট সন্দিহান রয়েছে বিশেষজ্ঞ মহল। এই বৈঠকে মূলত পারস্পারিক শুল্কনীতি নিয়েই আলোচনা হবে বলে অনুমান করা হচ্ছে।

আরও পড়ুন:- টার্গেট পূরণে ব্যর্থ হওয়ায় কর্মচারীকে কুকুরের মতো হাঁটানো হল, কোথায় ঘটলো এমন ঘটনা ?

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন